Ajker Patrika

১১ বছর পর বাগদত্তার ছবি প্রকাশ, চেনাজানার জন্য আরও সময় চান নায়িকা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪৭
১১ বছর পর বাগদত্তার ছবি প্রকাশ, চেনাজানার জন্য আরও সময় চান নায়িকা

প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দু’জনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি, জানাননি প্রেমিকের পরিচয়। তবে অধরা এবার প্রেমিককে সামনে আনলেন। আজ শুক্রবার প্রেমিকের জন্মদিনে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।

আজকের পত্রিকাকে অধরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ফয়সালের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে আছে। আর তাঁদের বাগদান হয়েছে ১১ বছর আগে।

অধরার কথায়, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে আমাদের বাগদান হয়েছে।’

প্রেমিক ফয়সালের সঙ্গে অধরা। ছবি: ফেসবুকবিয়ে কবে করছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘বিয়ের জন্য সময় নেব। এখনই বলতে পারছি না। ছোটবেলা থেকে সব ঠিক থাকলেও আমাদের নিজেদের চেনা জানার জন্য একটু সময় লাগবে।’

অধরা জানিয়েছেন, বাগদত্তা ফয়সাল কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন তিনি। এ ছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত