Ajker Patrika

এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না: পরীমণি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২: ০৬
এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না: পরীমণি

গতকাল শুক্রবার মারা গেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির নানাভাই শামসুল হক গাজী। রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেতরের অজানা কথা ভাগ করে নিলেন পরীমণি।

নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।’

মাত্র তিন বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে ওঠেন পরীমণি। মা-বাবার স্নেহ পরীমণি তাঁর নানার কাছেই পেয়েছেন। পোস্টে পরী আরও লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে।’

প্রয়াত নানা শামসুল হক গাজীর সঙ্গে পরীমণি। ছবি: ফেসবুকপোস্টের শেষে পরীমণি লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সঙ্গে তাঁর শেষ কলেমা পড়তে পেরেছি! আহা, নানুভাই কত সান্ত্বনায় রেখে গেল আমাকে। 
জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত