১৯৮৬ সালের কথা। মাসুম পারভেজ রুবেলের বয়স তখন ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করতে এলেন রুবেল। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবি দিয়ে শুরু হলো তাঁর নায়কজীবন।
এরপর ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘ঘাতক’সহ দুই শরও বেশি ছবির নায়ক হয়েছেন রুবেল। কিন্তু অনেক দর্শক তাঁকে মনে রেখেছে ‘লড়াকু’ নায়ক হিসেবেই।
এত বছর পর সেই ‘লড়াকু’ ছবি রিমেক করতে যাচ্ছেন রুবেল। এবার শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করবেন তিনি। রুবেল জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
রুবেল বলেন, ‘বাংলা ছবির ইতিহাসে “লড়াকু” খুবই গুরুত্বপূর্ণ ছবি। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আরও কয়েকজন অভিনেতার ক্যারিয়ার তৈরি হয়েছিল এ ছবি দিয়ে। শহিদুল ইসলাম খোকনও এ ছবির মাধ্যমে গ্রহণযোগ্যতা পান। তাই নতুন করে নির্মাণের আগে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।’
এত বছর আগের গল্পকে এ সময়ের প্রেক্ষাপটে আধুনিকভাবে উপস্থাপন করাটাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে রুবেলের। ছবির অ্যাকশনে মার্শাল আর্টের ব্যবহার থাকবে বলে জানিয়েছেন তিনি।
পরিচালনায় অবশ্য রুবেল এবারই প্রথম নন। এর আগে ‘বাঘের থাবা’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘অন্ধকারে চিতা’সহ ১৭টি ছবি বানিয়েছেন তিনি।
২০১৬ সালে একবার ‘লড়াকু’ রিমেকের উদ্যোগ নিয়েছিলেন রুবেল। তখন ছবির নির্মাতা হিসেবে ঘোষণা করা হয়েছিল ইফতেখার চৌধুরীর নাম। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাতেই আটকে গিয়েছিল ছবিটি।
১৯৮৬ সালের কথা। মাসুম পারভেজ রুবেলের বয়স তখন ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করতে এলেন রুবেল। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবি দিয়ে শুরু হলো তাঁর নায়কজীবন।
এরপর ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘ঘাতক’সহ দুই শরও বেশি ছবির নায়ক হয়েছেন রুবেল। কিন্তু অনেক দর্শক তাঁকে মনে রেখেছে ‘লড়াকু’ নায়ক হিসেবেই।
এত বছর পর সেই ‘লড়াকু’ ছবি রিমেক করতে যাচ্ছেন রুবেল। এবার শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করবেন তিনি। রুবেল জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
রুবেল বলেন, ‘বাংলা ছবির ইতিহাসে “লড়াকু” খুবই গুরুত্বপূর্ণ ছবি। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আরও কয়েকজন অভিনেতার ক্যারিয়ার তৈরি হয়েছিল এ ছবি দিয়ে। শহিদুল ইসলাম খোকনও এ ছবির মাধ্যমে গ্রহণযোগ্যতা পান। তাই নতুন করে নির্মাণের আগে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।’
এত বছর আগের গল্পকে এ সময়ের প্রেক্ষাপটে আধুনিকভাবে উপস্থাপন করাটাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে রুবেলের। ছবির অ্যাকশনে মার্শাল আর্টের ব্যবহার থাকবে বলে জানিয়েছেন তিনি।
পরিচালনায় অবশ্য রুবেল এবারই প্রথম নন। এর আগে ‘বাঘের থাবা’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘অন্ধকারে চিতা’সহ ১৭টি ছবি বানিয়েছেন তিনি।
২০১৬ সালে একবার ‘লড়াকু’ রিমেকের উদ্যোগ নিয়েছিলেন রুবেল। তখন ছবির নির্মাতা হিসেবে ঘোষণা করা হয়েছিল ইফতেখার চৌধুরীর নাম। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাতেই আটকে গিয়েছিল ছবিটি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৯ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১০ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ দিন আগে