Ajker Patrika

গণ-অভ্যুত্থান দিবসে মাইম আর্টের আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
রক্তে আগুন লেগেছে মূকনাট্যে নিথর মাহবুব; ছবি: মাইম আর্টের সৌজন্যে
রক্তে আগুন লেগেছে মূকনাট্যে নিথর মাহবুব; ছবি: মাইম আর্টের সৌজন্যে

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই আয়োজন। উদ্বোধন করবেন বিএনপির সাবেক তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।

আয়োজনে থাকছে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও নিথর মাহবুবের একক মূকাভিনয়ে মাইম আর্টের প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রযোজনাটির তৃতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে এবার।

অভিনয়ের পাশাপাশি রক্তে আগুন লেগেছে নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। এটি উৎসর্গ করা হয়েছে ’২৪-এর গণ-আন্দোলনের সব যোদ্ধাদের, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন।

নাটকটির সহকারী নির্দেশক ফয়সাল মাহমুদ। সংগীত পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস এবং মঞ্চে সার্বিক সহযোগিতায় থাকবেন লেমন।

নিথর মাহবুব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। রক্তে আগুন লেগেছে কেবল একটি পারফরম্যান্স নয়; বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত