বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।
কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।
কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে