আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’
নুসরাত আরও বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।
যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।
আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’
নুসরাত আরও বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।
যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে