Ajker Patrika

বাংলাভাষীদের হেনস্তা করায় কলকাতার শিল্পীদের প্রতিবাদ

বিনোদন ডেস্ক
কৌশিক সেন, মমতাশঙ্কর ও রূপঙ্কর। ছবি: সংগৃহীত
কৌশিক সেন, মমতাশঙ্কর ও রূপঙ্কর। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের কাজে বাধা দেওয়াসহ নানা ধরনের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। বাংলাভাষীদের ওপর এ ধরনের নিপীড়ন মানতে রাজি নন তাঁরা।

বাংলাভাষীদের হেনস্তা করার প্রতিবাদে গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলের আয়োজন করা হয় কলকাতায়। এ সময় হাজির ছিলেন পশ্চিমবঙ্গের অনেক শিল্পী। সে সময় অভিনেত্রী মমতা শংকর বলেন, ‘বাংলা আমার মাতৃভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি। তাই অনেক বৈঠকে বা সম্মেলনে আমি বাংলাতেই কথা বলেছি বা বলি। কিন্তু বিদেশি অভ্যাগতরা এলে তাঁদের জন্য বিদেশি ভাষার আশ্রয় নিতেই হয় বা বিদেশে গেলে আমি ইংরেজিতে কথা বলতে বাধ্য। কিন্তু নিজের দেশে অন্য ভাষাভাষীদের সঙ্গে হিন্দিতেই কথা বলার চেষ্টা করব। তার জন্য প্রতিবাদ, মারামারি বা খারাপ ভাষার প্রয়োগ কোনো দিন করব না।’

সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী বলেন, ‘বাংলাভাষীদের হেনস্তা করার মতো ঘটনা একেবারেই কাম্য নয়। যাঁরা এ ঘটনা ঘটাচ্ছেন, তাঁদের তীব্র ধিক্কার জানাচ্ছি। আর যাঁরা এই পরিস্থিতির শিকার, তাঁদের জন্য আমার সহানুভূতি রইল। আমি নিজে একজন বাঙালি। এই ভাষা নিয়েই কাজ করি। যাঁরা এই ভাষায় কথা বলছেন, তাঁদের সঙ্গে এ ঘটনা খুবই অনভিপ্রেত।’

অভিনেতা কৌশিক সেন বলেন, ‘দল-মতনির্বিশেষে এ বিষয় নিয়ে ভাবা উচিত। যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা সবাই খেটে খাওয়া মানুষ। যাঁদের সঙ্গে এ ঘটনা ঘটছে, তাঁরা প্রত্যেকে গরিব মানুষ। তাঁদের অনেকের কাছে সঠিক নথিও নেই। বেশির ভাগ মানুষই পেটের টানে ভিনরাজ্যে গিয়ে কাজ করেন। তাদের সঙ্গে ঘটা এসব ঘটনা খুবই দুঃখজনক এবং চিন্তার।’

অভিনেত্রী ঊষসী চক্রবর্তী বলেন, ‘মাতৃভাষা আমার প্রাণে। তা বলার জন্য যদি নির্বাসনে পাঠানো হয় বা শাস্তি দেওয়া হয়, তা সত্যিই দুর্ভাগ্যজনক। প্রতিবাদ হওয়া খুব দরকার। সব রাজনৈতিক দলেরই উদ্যোগী হওয়া উচিত, যাতে বাঙালিরা রাজ্যের বাইরে গিয়েও সুরক্ষিত বোধ করতে পারেন।’

অন্যদিকে, বাংলাভাষীদের হেনস্তা হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘বাংলাদেশিদের লাগাতার ভোটার এবং আধার কার্ড পাইয়ে দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে যে লুটের রাজত্ব মুখ্যমন্ত্রী কায়েম করেছেন, তাতে এ রাজ্যের গরিব বাঙালিরা ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছেন। পড়াশোনা কম জানা বাংলাদেশি, যাঁদের বাংলার শ্রমিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিশিয়ে দিয়েছেন। দিল্লি হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলেছেন, এদের তাড়াতে হবে। মমতা যে ঘৃণ্য রাজনীতি করছেন, তাতে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত