মীর রাকিব হাসান, ঢাকা
২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঠিক করে রেখেছিলেন সিনেমায়ই অভিনয় করবেন। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়েও যান। একটা-দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা ছিল, ২০২০ সালে ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু দিন আসে দিন যায়, ঐশীর অপেক্ষা বাড়ে।
তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’-এ মারদাঙ্গা চরিত্র, ‘আদম’-এ অজপাড়াগাঁর আশির দশকের এক সুবিধাবঞ্চিত মেয়ে, আর ‘রাতজাগা ফুল’ ছবিতে এক চঞ্চলার চরিত্রে; যা ঐশীর অভিনয়-প্রতিভা প্রমাণে ক্যারিয়ারের শুরুতেই অনেকটা এগিয়ে রাখত। তবে ঐশী আশাহত নন।
তিনি বলেন, ‘করোনার কারণেই ছবি মুক্তি দেওয়া যাচ্ছে না। একটু অপেক্ষা করতে হচ্ছে। তাই আমি হতাশ নই। হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।’
রায়হান রাফির ‘নূর’ ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ। শোনা যাচ্ছে সেই ছবিতে ফের জুটি হবেন শুভর সঙ্গে। তা নিয়ে কিছু বলতে চাইলেন না। শুধু এটুকু জানালেন, ‘কথাবার্তা হয়েছে। যত দূর জানি আরও অনেকের সঙ্গেই কথা হয়েছে। শুভ ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছি। তাই আমার সঙ্গে কথা চূড়ান্ত হলে কাজ করা সহজ হবে।’
হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।
জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল
আটকে থাকা ছবিগুলো ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা কি আছে? ঐশী বললেন, ‘তেমনটা শুনিনি। সবই হলে মুক্তির জন্য প্রস্তুত। যেমন ‘মিশন এক্সট্রিম’ নিয়ে সানী সানোয়ার ভাই আমাকে বলেছেন, ওটিটিতে মুক্তির পরিকল্পনা খুব কম। কারণ বড় পর্দার কথা চিন্তা করে উনি ছবি বানিয়েছেন। এই ছবির আসল মজাটা ওটিটিতে পাওয়া যাবে না। এ জন্য পরিচালক চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেই মুক্তি দেবেন। মীর সাব্বির ভাইয়ের ‘রাতজাগা ফুল’ আমার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই সবার অন্য রকম প্রত্যাশা আছে। তা ছাড়া এটা অনুদানের সিনেমা। হল ছাড়া মুক্তি দেওয়া সম্ভবও নয়।’
এত উৎসব-পার্বণ যায়, টিভি নাটকে দেখা যায় না ঐশীকে। কারণ? ঐশী বললেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর আমাকে নিয়ে লেখালেখি হয়েছে। সব জায়গাতেই আমি বলেছি, আমার ছবি করার ইচ্ছে। এ জন্য হয়তো নাটকের প্রস্তাব নিয়ে তেমন কেউ আসেননি। এখন ওয়েব ফিল্মের অফার পাই। তবে এখনো হ্যাঁ বলিনি।’
কারণ কী? ঐশী বললেন, ‘আমার অভিনীত ছবিগুলো বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। এখনো হয়নি। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও চায় বড় পর্দায় বড় করে আত্মপ্রকাশ হোক। এত দিন সে কারণেই অপেক্ষা করলাম। এখন হুট করে ওটিটি বা টিভিতে কাজ শুরু করলে এত দিনের পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আরও সময় নিতে চাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই।
২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই ঠিক করে রেখেছিলেন সিনেমায়ই অভিনয় করবেন। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়েও যান। একটা-দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা ছিল, ২০২০ সালে ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু দিন আসে দিন যায়, ঐশীর অপেক্ষা বাড়ে।
তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’-এ মারদাঙ্গা চরিত্র, ‘আদম’-এ অজপাড়াগাঁর আশির দশকের এক সুবিধাবঞ্চিত মেয়ে, আর ‘রাতজাগা ফুল’ ছবিতে এক চঞ্চলার চরিত্রে; যা ঐশীর অভিনয়-প্রতিভা প্রমাণে ক্যারিয়ারের শুরুতেই অনেকটা এগিয়ে রাখত। তবে ঐশী আশাহত নন।
তিনি বলেন, ‘করোনার কারণেই ছবি মুক্তি দেওয়া যাচ্ছে না। একটু অপেক্ষা করতে হচ্ছে। তাই আমি হতাশ নই। হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।’
রায়হান রাফির ‘নূর’ ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ। শোনা যাচ্ছে সেই ছবিতে ফের জুটি হবেন শুভর সঙ্গে। তা নিয়ে কিছু বলতে চাইলেন না। শুধু এটুকু জানালেন, ‘কথাবার্তা হয়েছে। যত দূর জানি আরও অনেকের সঙ্গেই কথা হয়েছে। শুভ ভাইয়ের সঙ্গে আগে কাজ করেছি। তাই আমার সঙ্গে কথা চূড়ান্ত হলে কাজ করা সহজ হবে।’
হতাশ হওয়ার কারণ খুঁজতে গেলে চারপাশে হাজারটা আছে। ভালো থাকার কারণ তো হাতে গোনা। সেই ভালো থাকার কারণের মধ্যে আমার ছবি। ছবি মুক্তি পাবে, ভালো কিছু হবে—এটা আমার বিশ্বাস।
জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল
আটকে থাকা ছবিগুলো ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা কি আছে? ঐশী বললেন, ‘তেমনটা শুনিনি। সবই হলে মুক্তির জন্য প্রস্তুত। যেমন ‘মিশন এক্সট্রিম’ নিয়ে সানী সানোয়ার ভাই আমাকে বলেছেন, ওটিটিতে মুক্তির পরিকল্পনা খুব কম। কারণ বড় পর্দার কথা চিন্তা করে উনি ছবি বানিয়েছেন। এই ছবির আসল মজাটা ওটিটিতে পাওয়া যাবে না। এ জন্য পরিচালক চাইছেন পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেই মুক্তি দেবেন। মীর সাব্বির ভাইয়ের ‘রাতজাগা ফুল’ আমার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই সবার অন্য রকম প্রত্যাশা আছে। তা ছাড়া এটা অনুদানের সিনেমা। হল ছাড়া মুক্তি দেওয়া সম্ভবও নয়।’
এত উৎসব-পার্বণ যায়, টিভি নাটকে দেখা যায় না ঐশীকে। কারণ? ঐশী বললেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর আমাকে নিয়ে লেখালেখি হয়েছে। সব জায়গাতেই আমি বলেছি, আমার ছবি করার ইচ্ছে। এ জন্য হয়তো নাটকের প্রস্তাব নিয়ে তেমন কেউ আসেননি। এখন ওয়েব ফিল্মের অফার পাই। তবে এখনো হ্যাঁ বলিনি।’
কারণ কী? ঐশী বললেন, ‘আমার অভিনীত ছবিগুলো বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। এখনো হয়নি। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও চায় বড় পর্দায় বড় করে আত্মপ্রকাশ হোক। এত দিন সে কারণেই অপেক্ষা করলাম। এখন হুট করে ওটিটি বা টিভিতে কাজ শুরু করলে এত দিনের পরিকল্পনা ভেস্তে যাবে। তাই আরও সময় নিতে চাচ্ছি। তাড়াহুড়োর কিছু নেই।
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক।
১১ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
১৯ ঘণ্টা আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
১৯ ঘণ্টা আগে