Ajker Patrika

শাকিবকে ছাড়াই শুরু হলো বরবাদ

শাকিবকে ছাড়াই শুরু হলো বরবাদ

শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ক শাকিব খানকে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

আরও একবার দেখা যাবে শাকিব-ইধিকার রোমান্স। শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বানাচ্ছেন ‘বরবাদ’। গতকাল নায়ককে ছাড়াই মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমার শুটিং। ফেসবুকে শুটিং সেটের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। দুই দেশের কলাকুশলীদের দেখা যাবে এতে। বেশিরভাগ শুটিং হবে ভারতে। গত মাসে শুটিংয়ের উদ্দেশে ভারতে উড়াল দিয়েছেন নির্মাতা। প্রি-প্রোডাকশনের সব কাজ মিটিয়ে অবশেষে গতকাল থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে ক্যামেরা ওপেন হলো।

মুম্বাইয়ে শুটিং শুরু হলেও এখনো বাংলাদেশে অবস্থান করছেন শাকিব। ব্যস্ত সময় পার করছেন ব্যবসা প্রতিষ্ঠানের কাজে। জানা গেছে, সবকাজ গুছিয়ে আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা শাকিব খানের।

সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপ বোর্ডের ছবি পোস্ট করে নির্মাতা জানিয়ে দিলেন বরবাদ সিনেমার শুটিং শুরুর খবরবরবাদ দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে হৃদয়ের। সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা। হৃদয় বলেন, ‘বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক আছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’

আগামী বছরের রোজার ঈদে বরবাদ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত