বিনোদন প্রতিবেদক, ঢাকা
২৭ জুন শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের চারটি সিনেমা। আলোচিত হরর সিনেমা ‘মেগান’-এর সিকুয়েল ‘মেগান ২.০’, ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর নির্মিত ‘এফ ওয়ান’, অ্যানিমেটেড সিনেমা ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।
মেগান ২.০
টেকনো-থ্রিলার ধরনের সিনেমা মেগান ২.০। যেখানে বিজ্ঞান-কল্পকাহিনি, হরর, অ্যাকশন এবং সামাজিক উপপাদ্য একসঙ্গে গাঁথা হয়েছে। প্রথম সিনেমার মতো এটি শুধু ভয় বা রোবটের খুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে এআইয়ের নৈতিকতা, নিয়ন্ত্রণ এবং মানব-সম্পর্কে এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলে। এআই বনাম এআই অর্থাৎ মেগান বনাম অ্যামেলিয়া—এটা সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ। প্রথম পর্বের মতো এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জেরার্ড জনস্টোন। অভিনয়ে অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্রা, ইভানা সাখনো, টিম শার্প, জেমাইন ক্লিমেন্ট প্রমুখ।
এফ ওয়ান
ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এফ ওয়ান। জোসেফ কোসিনস্কি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। আরও অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম ও ক্যালি কুওকো প্রমুখ। গল্পে দেখা যাবে, সনি হেইস একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার, যিনি নব্বইয়ের দশকে প্রতিযোগিতা করতেন। কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনার কারণে তাঁকে বাধ্য হয়ে অবসর নিতে হয়। অনেক বছর পর, তাঁর পুরোনো বন্ধু এবং একটি ফর্মুলা ওয়ান দলের মালিক রুবেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সনিকে একটি প্রস্তাব দেন, আবার ফিরে আসতে। তবে এবার প্রতিযোগী হিসেবে নয়, একজন মেন্টর বা পরামর্শদাতা হিসেবে। প্রশিক্ষণ দিতে গিয়ে নিজের পুরোনো আবেগ আবার জেগে ওঠে সনি হেইসের এবং তাঁকে মুখোমুখি হতে হয় অতীতের কিছু অপূর্ণ অধ্যায়ের।
হাউ টু ট্রেইন ইওর ড্রাগন
একটি কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন। হিক্কাপ নামের এক তরুণ ভাইকিং, যে দেখতে সাধারণ কিন্তু উদ্ভাবনী। সে একটি আহত ড্রাগন টুথলেসের বন্ধুত্ব করে। তারা দুজনেই সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে শেখে। ড্রাগনদের প্রতি ভাইকিংসদের ধারণা সাধারণত ভয় ও ঘৃণা দিয়ে ভরা থাকলেও, হিক্কাপ এবং টুথলেসের বন্ধুত্ব তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় এবং তারা বুঝতে পারে যে ড্রাগনরা বন্ধু হতে পারে। এটি পরিচালনা করেছেন ডিন ডেব্লোইস।
ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস
প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজি ফিরল নতুন সিনেমা নিয়ে। মৃত্যু যে কী ভয়াবহ এবং কিছু মৃত্যু ন্যায়বিচারের সপক্ষে দাঁড়ায় তা আগাগোড়াই ছিল এই ফ্র্যাঞ্চাইজির পরতে পরতে। এর আগে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। এবারের সিনেমার নাম ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস। পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন। সিনেমার মূল চরিত্র স্টেফানি রেয়েস, একজন কলেজশিক্ষার্থী। এটি একটি পারিবারিক অভিশাপের গল্প, যেখানে স্টেফানি তাঁর পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর কবল থেকে বাঁচানোর চেষ্টা করেন।
২৭ জুন শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের চারটি সিনেমা। আলোচিত হরর সিনেমা ‘মেগান’-এর সিকুয়েল ‘মেগান ২.০’, ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর নির্মিত ‘এফ ওয়ান’, অ্যানিমেটেড সিনেমা ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।
মেগান ২.০
টেকনো-থ্রিলার ধরনের সিনেমা মেগান ২.০। যেখানে বিজ্ঞান-কল্পকাহিনি, হরর, অ্যাকশন এবং সামাজিক উপপাদ্য একসঙ্গে গাঁথা হয়েছে। প্রথম সিনেমার মতো এটি শুধু ভয় বা রোবটের খুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে এআইয়ের নৈতিকতা, নিয়ন্ত্রণ এবং মানব-সম্পর্কে এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলে। এআই বনাম এআই অর্থাৎ মেগান বনাম অ্যামেলিয়া—এটা সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ। প্রথম পর্বের মতো এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জেরার্ড জনস্টোন। অভিনয়ে অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্রা, ইভানা সাখনো, টিম শার্প, জেমাইন ক্লিমেন্ট প্রমুখ।
এফ ওয়ান
ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এফ ওয়ান। জোসেফ কোসিনস্কি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। আরও অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম ও ক্যালি কুওকো প্রমুখ। গল্পে দেখা যাবে, সনি হেইস একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার, যিনি নব্বইয়ের দশকে প্রতিযোগিতা করতেন। কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনার কারণে তাঁকে বাধ্য হয়ে অবসর নিতে হয়। অনেক বছর পর, তাঁর পুরোনো বন্ধু এবং একটি ফর্মুলা ওয়ান দলের মালিক রুবেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সনিকে একটি প্রস্তাব দেন, আবার ফিরে আসতে। তবে এবার প্রতিযোগী হিসেবে নয়, একজন মেন্টর বা পরামর্শদাতা হিসেবে। প্রশিক্ষণ দিতে গিয়ে নিজের পুরোনো আবেগ আবার জেগে ওঠে সনি হেইসের এবং তাঁকে মুখোমুখি হতে হয় অতীতের কিছু অপূর্ণ অধ্যায়ের।
হাউ টু ট্রেইন ইওর ড্রাগন
একটি কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন। হিক্কাপ নামের এক তরুণ ভাইকিং, যে দেখতে সাধারণ কিন্তু উদ্ভাবনী। সে একটি আহত ড্রাগন টুথলেসের বন্ধুত্ব করে। তারা দুজনেই সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে শেখে। ড্রাগনদের প্রতি ভাইকিংসদের ধারণা সাধারণত ভয় ও ঘৃণা দিয়ে ভরা থাকলেও, হিক্কাপ এবং টুথলেসের বন্ধুত্ব তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় এবং তারা বুঝতে পারে যে ড্রাগনরা বন্ধু হতে পারে। এটি পরিচালনা করেছেন ডিন ডেব্লোইস।
ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস
প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজি ফিরল নতুন সিনেমা নিয়ে। মৃত্যু যে কী ভয়াবহ এবং কিছু মৃত্যু ন্যায়বিচারের সপক্ষে দাঁড়ায় তা আগাগোড়াই ছিল এই ফ্র্যাঞ্চাইজির পরতে পরতে। এর আগে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। এবারের সিনেমার নাম ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস। পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন। সিনেমার মূল চরিত্র স্টেফানি রেয়েস, একজন কলেজশিক্ষার্থী। এটি একটি পারিবারিক অভিশাপের গল্প, যেখানে স্টেফানি তাঁর পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর কবল থেকে বাঁচানোর চেষ্টা করেন।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৩ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৩ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১৩ ঘণ্টা আগে