Ajker Patrika

'শত্রুতা' নি‌য়ে ন‌ভেম্ব‌রে হ‌লে আসছেন পরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
'শত্রুতা' নি‌য়ে ন‌ভেম্ব‌রে হ‌লে আসছেন পরী

২০১৬ সা‌লের কথা। নির্মাতা শফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের না‌য়িকা হ‌য়ে প্রথম হা‌জির হন পরীম‌ণি। এরপর একই পরিচালকের দু‌টি ছ‌বি‌ ‘বাহাদুরি’ ও ‘শত্রুতা’য় কাজ করেন পরী। এতদিন অ‌নিশ্চয়তায় থাকার পর 'শত্রুতা' ছ‌বি‌টি অব‌শে‌ষে আ‌লোর মুখ দেখ‌তে চ‌লে‌ছে।

‌নির্মাতা শ‌ফিক হাসান জা‌নি‌য়ে‌ছেন, ‘শত্রুতা’র শুটিং-ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা পড়বে। ৫ নভেম্বর সারাদে‌শের সি‌নেমা হ‌লে ‘শত্রুতা’ দেখা‌নোর উ‌দ্দেশ‌ে তোড়‌জোড় শুরু ক‌রে‌ছে ছ‌বি‌টির প্রযোজনা প্রতিষ্ঠান এস এম টেলিমিডিয়া।

পরীম‌ণিএ ছ‌বি‌তে পরীর নায়ক সাইমন সা‌দিক। সব ঠিকঠাক থাকলে ‘বিশ্ব সুন্দরী’ মু‌ক্তির প্রায় এক বছর পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন পরী।

কী নি‌য়ে এ ছ‌বির গল্প? কা‌দের স‌ঙ্গে এ‌ত 'শত্রুতা'? পরিচালক শফিক হাসান বল‌লেন, ‘এই ছবির গল্প পরীমনির বাস্তব জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়। দেখা যাবে, কোনো একটি ঘটনায় ভিকটিম হয়ে তিনি জেলে গেছেন, আবার বীরের বেশে ফিরেছেন জীবনে। তার পর থেকে একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর হাতে।’

পরীম‌ণিপরীম‌ণি এখন গিয়‌াস উদ্দীন সে‌লি‌মের 'গুনীন' ও‌য়েব ফি‌ল্মের শু‌টিং কর‌ছেন। শিগ‌গিরই শুরু কর‌বেন সঞ্জয় সমদ্দা‌রের 'বা‌য়ো‌পিক' ছ‌বির কাজ। চল‌তি মা‌সের শুরু‌তেই চু‌ক্তিবদ্ধ হ‌য়ে‌ছেন অরণ‌্য আ‌নোয়া‌রের 'মা' ছ‌বি‌তে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত