Ajker Patrika

অ্যাপসা জিতল ‘রেহানা মরিয়ম নূর’

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯: ৩৯
অ্যাপসা জিতল ‘রেহানা মরিয়ম নূর’

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) পুরস্কার জিতল আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। সেই সঙ্গে এই ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন বাঁধন। বিশ্বজুড়ে আলোচিত এই ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিল এবার। এর মধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছেন বাংলাদেশের সাদ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’। সেরা ছবি নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির আলোচিত ছবি ‘ড্রাইভ মাই কার’।

এ  বছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জন মনোনীত হয়েছিল। রেহানা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন আজমেরী হক বাঁধন। বাঁধন ছাড়া এ বছর সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন ‘এশিয়া’ সিনেমার জন্য ইসরায়েলের আলেনা ওয়াইভি, ‘জাস্টিস অব বানি কিং’ এর জন্য নিউজিল্যান্ডের এসি ডেভিস, ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’ এর জন্য অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং ‘স্কেয়ারক্রো’ সিনেমার জন্য রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা।

 আজমেরি হক বাঁধন অর্জন করলেন অ্যাপসার সেরা অভিনেত্রীর সম্মাননাআগামীকাল শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। আগের দিন এমন প্রাপ্তিকে বড় অর্জন হিসেবে দেখছেন ছবির অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ পুরো টিম।

বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর প্রদর্শিত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান ছাড়াও দেখানো হয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত