Ajker Patrika

মানিকের তিন ছবিতে সাইমন

মানিকের তিন ছবিতে সাইমন

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন মানিক।

এই নির্মাতা-অভিনেতা জুটির ‘এতো প্রেম এতো মায়া’ ও ‘আনন্দ অশ্রু’ নামে দুটি ছবি নির্মাণাধীন। নতুন খবর জানা গেল তাঁদের। মানিকের আরো তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। ছবি তিনটির নাম ‘হাহাকার’, ‘ফুল দ্য ফ্লাওয়ার’ ও ‘নিতুর জন্য’।

এরমধ্যে এ বছরের নভেম্বরে শুরু হবে ‘হাহাকার’ ছবির শুটিং। আর আগামী বছরের জানুয়ারিতে ‘ফুল দ্য ফ্লাওয়ার’ এবং মার্চে ‘নিতুর জন্য’ ছবির শুটিং শুরু হবে।

সাইমন সাদিকতিন ছবিতেই নায়ক হিসেবে সাইমনকে নেওয়ার বিষয়ে মানিক বলেন, ‘আমি বরাবরই গল্পনির্ভর ছবি নির্মাণ করতে পছন্দ করি। সেখানে নায়কের চেয়ে অভিনেতার দরকার পড়ে বেশি। সাইমন ভালো অভিনেতা। তা ছাড়া তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ।’

সাইমন বলেন, ‘আমরা দুজনই জাকির হোসেন রাজুর শিষ্য। তা ছাড়া মানিক ভাইয়ের ছবি করেই আমি জাতীয় পুরস্কার পেয়েছি। তিনি ডাকলে কখনোই না বলার সাহস হয় না, ভবিষ্যতেও হবে না।’

সাইমন সাদিকসাইমন বর্তমানে কাজ করছেন অপূর্ব রানার ‘জলরঙ’ ছবিতে। সরকারি অনুদানের এ ছবি নির্মিত হচ্ছে মানব পাচারের গল্প নিয়ে। এতে তাঁর নায়িকা হিসেবে আছেন উষ্ণ হক।

কিছুদিন আগে শুটিং করে এলেন ‘নরসুন্দরী’ ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে হিন্দু-মুসলমানের প্রেমকে ঘিরে। ‘নরসুন্দরী’তে সাইমনের নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত