Ajker Patrika

শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৫০
শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মাসখানেক ধরেই চলচ্চিত্র শিল্পীদের আনাগোনায় মুখর এফডিসি প্রাঙ্গণ। নানা কর্মকাণ্ডে বেশ সমালোচিত এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলছে ভোটগ্রহণ।

চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে সভাপতি প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। অন্য প্যানেলে আছেন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মিশা সওদাগর ও জায়েদ খান।

কাঞ্চন-নিপুণ প্যানেলে যাঁরা আছেন
প্যানেলটিতে সভাপতি পদে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ, সহসভাপতি পদে রয়েছেন অভিনেতা রিয়াজ ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

এ ছাড়া প্যানেলটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন অভিনেতা অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া, সীমান্ত।

এক প্যানেলে সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ এবং অন্য প্যানেলে আছেন সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান

মিশা-জায়েদ প্যানেলে যাঁরা আছেন
প্যানেলটির সভাপতি পদে রয়েছেন গত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জায়েদ খান। সহসভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহান।

এ ছাড়া প্যানেলটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত