বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। গত বছর মুক্তি পেয়েছিল ‘মানুষ’ নামের সিনেমাটি। এবার জিৎ অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক নির্মাতা রায়হান রাফীর পরিচালনায়। ‘লায়ন’ নামের এ সিনেমায় জিতের সঙ্গে দেখা যাবে শরিফুল রাজকে।
ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গের একজন সুপারস্টারকে নিয়ে কাজ করতে যাচ্ছেন রায়হান রাফী। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল। রাফী জানান, পশ্চিমবঙ্গে তুফান মুক্তির সময় সিনেমা নিয়ে জিতের সঙ্গে আলাপ করেন তিনি। লায়ন তৈরি হবে যৌথ প্রযোজনায়। ভারতের শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হবে দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।
জিৎ বলেন, ‘আমি রাফীর তুফান দেখেছি, তাঁর পরিচালনার স্টাইল আমার পছন্দ হয়েছে। লায়ন সিনেমার গল্প শোনার পর কাজটি করতে আরও আগ্রহী হয়েছি। এটুকু বলতে পারি, দর্শকের বিনোদনের অভাব হবে না।’
কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল রাফীর পরিচালনায় জিতের সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে নির্মাতা জানালেন চঞ্চল নয়, অভিনয় করবেন শরিফুল রাজ। এ সিনেমায় রাজের চরিত্রে অনেক চমক আছে বলে জানান তিনি। রাফী বলেন, ‘লায়ন নায়ক-ভিলেনের সিনেমা না। এতে দুজনেই সমান্তরালে নায়করূপে থাকবেন। জিৎ ও রাজ পাল্লা দিয়ে অভিনয় করবেন।’
নির্মাতা আরও জানান, বাংলা সিনেমার বাজারকে বিস্তৃত করতেই দুই ইন্ডাস্ট্রি থেকে নায়ক নেওয়া হয়েছে। রাফী বলেন, ‘কলকাতায় এবং আমাদের এখানে অসংখ্য দর্শক রয়েছে জিতের। সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। বাংলা সিনেমার সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সিনেমা অঙ্গন এবং ইন্ডাস্ট্রি এগোবে।’
লায়নের গল্প প্রসঙ্গে রাফী বলেন, ‘সিনেমা মুক্তির আগে গল্প নিয়ে কথা বলতে চাইছি না। শুধু এটুকু বলতে পারি, অ্যাকশন ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি যে গল্প আগে দেখেনি দর্শক।’
জিৎ ও রাজের কথা নিশ্চিত করলেও নায়িকার নাম জানাননি নির্মাতা। শোনা যাচ্ছে ঢালিউডের কোনো নায়িকাকেই দেখা যাবে এতে। নির্মাতা আরও জানালেন, লায়ন তৈরি হবে তিন পর্বে। ইতিমধ্যে শেষ হয়েছে গল্প লেখা। পর্যায়ক্রমে শুটিং হবে প্রতিটি পর্বের। চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে লায়নের প্রথম পর্বের শুটিং। বেশির ভাগ শুটিং হবে সমুদ্রে। আগামী বছর রোজার ঈদে দুই বাংলায় লায়নের মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। গত বছর মুক্তি পেয়েছিল ‘মানুষ’ নামের সিনেমাটি। এবার জিৎ অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক নির্মাতা রায়হান রাফীর পরিচালনায়। ‘লায়ন’ নামের এ সিনেমায় জিতের সঙ্গে দেখা যাবে শরিফুল রাজকে।
ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গের একজন সুপারস্টারকে নিয়ে কাজ করতে যাচ্ছেন রায়হান রাফী। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল। রাফী জানান, পশ্চিমবঙ্গে তুফান মুক্তির সময় সিনেমা নিয়ে জিতের সঙ্গে আলাপ করেন তিনি। লায়ন তৈরি হবে যৌথ প্রযোজনায়। ভারতের শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হবে দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।
জিৎ বলেন, ‘আমি রাফীর তুফান দেখেছি, তাঁর পরিচালনার স্টাইল আমার পছন্দ হয়েছে। লায়ন সিনেমার গল্প শোনার পর কাজটি করতে আরও আগ্রহী হয়েছি। এটুকু বলতে পারি, দর্শকের বিনোদনের অভাব হবে না।’
কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল রাফীর পরিচালনায় জিতের সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে নির্মাতা জানালেন চঞ্চল নয়, অভিনয় করবেন শরিফুল রাজ। এ সিনেমায় রাজের চরিত্রে অনেক চমক আছে বলে জানান তিনি। রাফী বলেন, ‘লায়ন নায়ক-ভিলেনের সিনেমা না। এতে দুজনেই সমান্তরালে নায়করূপে থাকবেন। জিৎ ও রাজ পাল্লা দিয়ে অভিনয় করবেন।’
নির্মাতা আরও জানান, বাংলা সিনেমার বাজারকে বিস্তৃত করতেই দুই ইন্ডাস্ট্রি থেকে নায়ক নেওয়া হয়েছে। রাফী বলেন, ‘কলকাতায় এবং আমাদের এখানে অসংখ্য দর্শক রয়েছে জিতের। সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। বাংলা সিনেমার সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সিনেমা অঙ্গন এবং ইন্ডাস্ট্রি এগোবে।’
লায়নের গল্প প্রসঙ্গে রাফী বলেন, ‘সিনেমা মুক্তির আগে গল্প নিয়ে কথা বলতে চাইছি না। শুধু এটুকু বলতে পারি, অ্যাকশন ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি যে গল্প আগে দেখেনি দর্শক।’
জিৎ ও রাজের কথা নিশ্চিত করলেও নায়িকার নাম জানাননি নির্মাতা। শোনা যাচ্ছে ঢালিউডের কোনো নায়িকাকেই দেখা যাবে এতে। নির্মাতা আরও জানালেন, লায়ন তৈরি হবে তিন পর্বে। ইতিমধ্যে শেষ হয়েছে গল্প লেখা। পর্যায়ক্রমে শুটিং হবে প্রতিটি পর্বের। চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে লায়নের প্রথম পর্বের শুটিং। বেশির ভাগ শুটিং হবে সমুদ্রে। আগামী বছর রোজার ঈদে দুই বাংলায় লায়নের মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১০ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে