সোমবার ছিল বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমা মুক্তির সাত বছর পূর্তি। এ উপলক্ষে ফেসবুকে প্রকাশ করা হয় অন্তর্জাল সিনেমার গ্লোবাল পোস্টার। নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি জানানো হয় কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’-এর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে দি অভি কথাচিত্র, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ পথ প্রোডাকশন-দেশি ইভেন্টস, মধ্যপ্রাচ্যে মিডিয়ামেজ, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে শতাধিক সিনেমা হলে রিলিজ করা হবে বলে জানা গেছে।
গত ঈদের মতো আসন্ন ঈদেও সিনেমা মুক্তির হিড়িক লক্ষ করা যাচ্ছে। সংখ্যার দিক থেকে রোজার ঈদকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে অনেকটাই ব্যতিক্রম ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমাটি ঈদ উপলক্ষে একসঙ্গে দেশে ও বিদেশে মুক্তি পাবে।
বিষয়টি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একসঙ্গে দেশ ও বিদেশে সিনেমা মুক্তির পরিকল্পনাটা আগে থেকেই করা হয়েছে। ঈদের সপ্তাহেই সব দেশে মুক্তি দেওয়া হবে অন্তর্জাল। ফলে বিভিন্ন দেশের বাংলা ভাষার দর্শকেরা সিনেমাটি একসঙ্গে কাছাকাছি সময়েই উপভোগ করতে পারবেন।’
এবার ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তবে নিজের সিনেমা নিয়ে আশাবাদী দীপংকর দীপন। তিনি বলেন, ‘এবার ঈদ দর্শকের জন্য অনেক উপভোগ্য হবে। বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা দেখতে পারবেন তাঁরা। অন্তর্জাল নিয়ে আমি খুবই আশাবাদী। এমন গল্পের সিনেমা আমাদের দর্শক আগে দেখেননি। এ ছাড়া আগে দুটি সিনেমা বানিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার প্রতিফলন এবার পর্দায় দেখতে পারবেন দর্শক। ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেশে কয়টি হল পাব তা জানি না। তবে আমার বিশ্বাস, সিনেমাটি যাঁরা দেখবেন তাঁরাই এটির প্রচার করবেন। সময়ের সঙ্গে সঙ্গে অন্তর্জালের দর্শক বাড়বে।’
জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রচার উপলক্ষে ধারাবাহিকভাবে সিনেমার টিজার, ট্রেলার ও গান প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা দীপংকর দীপন।
ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, রওনক হাসান প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
সোমবার ছিল বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমা মুক্তির সাত বছর পূর্তি। এ উপলক্ষে ফেসবুকে প্রকাশ করা হয় অন্তর্জাল সিনেমার গ্লোবাল পোস্টার। নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি জানানো হয় কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’-এর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে দি অভি কথাচিত্র, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ পথ প্রোডাকশন-দেশি ইভেন্টস, মধ্যপ্রাচ্যে মিডিয়ামেজ, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে শতাধিক সিনেমা হলে রিলিজ করা হবে বলে জানা গেছে।
গত ঈদের মতো আসন্ন ঈদেও সিনেমা মুক্তির হিড়িক লক্ষ করা যাচ্ছে। সংখ্যার দিক থেকে রোজার ঈদকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে অনেকটাই ব্যতিক্রম ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমাটি ঈদ উপলক্ষে একসঙ্গে দেশে ও বিদেশে মুক্তি পাবে।
বিষয়টি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একসঙ্গে দেশ ও বিদেশে সিনেমা মুক্তির পরিকল্পনাটা আগে থেকেই করা হয়েছে। ঈদের সপ্তাহেই সব দেশে মুক্তি দেওয়া হবে অন্তর্জাল। ফলে বিভিন্ন দেশের বাংলা ভাষার দর্শকেরা সিনেমাটি একসঙ্গে কাছাকাছি সময়েই উপভোগ করতে পারবেন।’
এবার ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তবে নিজের সিনেমা নিয়ে আশাবাদী দীপংকর দীপন। তিনি বলেন, ‘এবার ঈদ দর্শকের জন্য অনেক উপভোগ্য হবে। বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা দেখতে পারবেন তাঁরা। অন্তর্জাল নিয়ে আমি খুবই আশাবাদী। এমন গল্পের সিনেমা আমাদের দর্শক আগে দেখেননি। এ ছাড়া আগে দুটি সিনেমা বানিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার প্রতিফলন এবার পর্দায় দেখতে পারবেন দর্শক। ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেশে কয়টি হল পাব তা জানি না। তবে আমার বিশ্বাস, সিনেমাটি যাঁরা দেখবেন তাঁরাই এটির প্রচার করবেন। সময়ের সঙ্গে সঙ্গে অন্তর্জালের দর্শক বাড়বে।’
জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রচার উপলক্ষে ধারাবাহিকভাবে সিনেমার টিজার, ট্রেলার ও গান প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা দীপংকর দীপন।
ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, রওনক হাসান প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
পূজার পর অক্টোবর মাসে কলকাতায় যাবেন রাজকুমার রাও। এক মাস তিনি থাকবেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। সৌরভের ব্যক্তিত্বের খুটিনাটি জানতে এই সময়টা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগেঅল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স বা এফএনএফ নামে কাজ শুরু করেছিলেন কয়েক তরুণ। বন্ধুরা মিলে একে একে তৈরি করেছিলেন ১০টি শর্টফিল্ম। সেখান থেকে ‘লোক’ নামের শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ফ্যান্টাসটিক ফেস্টের ফ্ল্যাগশিগ
১০ ঘণ্টা আগে২০২১ সালে শুরু হয়েছিল ‘নেটওয়ার্ক’ নামের ওয়েব সিরিজের শুটিং। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সিরিজটি। আজকের পত্রিকাকে নির্মাতা সৈকত নাসির জানালেন, নেটওয়ার্ক সিরিজের প্রথম দুই সিজনের কাজ শেষ হয়েছে আরও দুই বছর আগে। তবে প্রযোজক সি
১৩ ঘণ্টা আগেশিল্পের নানা শাখায় অসামান্য অবদান রেখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। বিশেষত শিশুদের আনন্দময় শৈশব গড়তে সারা জীবন কাজ করেছেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর তাঁর ৯০তম জন্মদিনে অভিনয়ে হাতেখড়ি, অ্যাক্টরস স্টুডিও ও বটতলা আয়োজন করেছে দিনব্যাপী শিশুতোষ আয়োজন।
১৪ ঘণ্টা আগে