টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
ঋতাভরী আর তথাগতর প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। আর ওই সময়টা ঋতাভরী ছিলেন শয্যাশায়ী। ভারতীয় গণমাধ্যমকে ঋতা বলেন, ‘দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতে আসত দেখা করতে। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।’
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
ঋতাভরীর একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। জানতে চাই দুজনকে। তাই ঠিক হলো, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে একসঙ্গে থাকবেন কিছুদিন। করোনা পরিস্থিতি ঠিক হলে জাঁকজমক করে বিয়ে করবেন। নিজেদের বোঝাপড়াটা নাকি বেশ ভালো মনে হচ্ছে। তাই ঋতাভরী এখন নিজেকে গোছাচ্ছেন বিয়ের জন্য।
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
৭ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
৭ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
৭ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে