২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।
২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন হিমেল। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’। এবার দেখলেন মুদ্রার উল্টোপিঠ। রাজকুমারের ব্যর্থতায় আবারও আড়ালে হিমেল। গতকাল নীরবতা ভেঙে জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।
তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’
হিমেল আশরাফ নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’
২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গত দুই বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। কাজ শেষ করেছেন ‘দরদ’ সিনেমার। তবে এই সময়ে মায়ার কোনো খবর দিতে পারেননি শাকিব। তিনি এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।
২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন হিমেল। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’। এবার দেখলেন মুদ্রার উল্টোপিঠ। রাজকুমারের ব্যর্থতায় আবারও আড়ালে হিমেল। গতকাল নীরবতা ভেঙে জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।
তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’
হিমেল আশরাফ নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’
২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গত দুই বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। কাজ শেষ করেছেন ‘দরদ’ সিনেমার। তবে এই সময়ে মায়ার কোনো খবর দিতে পারেননি শাকিব। তিনি এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৯ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে