২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।
২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন হিমেল। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’। এবার দেখলেন মুদ্রার উল্টোপিঠ। রাজকুমারের ব্যর্থতায় আবারও আড়ালে হিমেল। গতকাল নীরবতা ভেঙে জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।
তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’
হিমেল আশরাফ নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’
২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গত দুই বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। কাজ শেষ করেছেন ‘দরদ’ সিনেমার। তবে এই সময়ে মায়ার কোনো খবর দিতে পারেননি শাকিব। তিনি এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরু হয়নি। গত বছর নির্মাতা জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে মায়ার শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম। এর মধ্যে গতকাল পরিচালক হিমেল জানালেন, মায়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, সেই সঙ্গে জানালেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা।
২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে গিয়েছিলেন হিমেল। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’। এবার দেখলেন মুদ্রার উল্টোপিঠ। রাজকুমারের ব্যর্থতায় আবারও আড়ালে হিমেল। গতকাল নীরবতা ভেঙে জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। তবে হিমেলের এই পরিকল্পনায় জায়গা পায়নি শাকিবের সরকারি অনুদান পাওয়া মায়া।
তাহলে কি আর হচ্ছে না সরকারি অনুদানের সিনেমাটির কাজ? এর উত্তর জানা নেই হিমেলের কাছে। উল্টো মায়ার বিষয়টি ছেড়ে দিলেন প্রযোজক শাকিব খানের ওপর। হিমেল বলেন, ‘এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তাঁর সিদ্ধান্ত।’
হিমেল আশরাফ নতুন দুটি সিনেমার কথা জানিয়েছেন, প্রথমটি বানাতে চান শাকিবকে নিয়ে। শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। হিমেল বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তাঁর সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’
২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গত দুই বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। কাজ শেষ করেছেন ‘দরদ’ সিনেমার। তবে এই সময়ে মায়ার কোনো খবর দিতে পারেননি শাকিব। তিনি এখন ব্যস্ত ‘বরবাদ’ নিয়ে। যৌথ প্রযোজনার সিনেমাটি বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। চলতি মাসেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া চলতি সপ্তাহেই রায়হান রাফী ঘোষণা দিয়েছেন, ঈদুল আজহায় শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাবেন তিনি। তালিকায় আরও আছে ‘তুফান ২’। তাই মায়ার শুটিং যে সহসাই শুরু হচ্ছে না, তা বলাই যায়।
প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
৭ ঘণ্টা আগেঅনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
১২ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১৫ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
১৭ ঘণ্টা আগে