বিনোদন ডেস্ক
শুধু ভালো অভিনেতা নন, নিজের অনাড়ম্বর জীবনযাপনের জন্যও দর্শকদের কাছে পরিচিত ফাহাদ ফাসিল। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। ২৫ জুলাই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মারিসান’। মুক্তি উপলক্ষে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময় তাঁকে একটি ফিচার ফোন ব্যবহার করতে দেখা যায়।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘এক বছর ধরে আমি ডাম্ব ফোন ব্যবহার করছি। আমার পরিকল্পনা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেওয়া। শুধু ই-মেইলেই পাওয়া যাবে আমাকে। আমার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদিও আমি নিশ্চিত নই, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না!’
ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে একেবারেই দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। তবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম। তখনো আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কী পোস্ট করতে হবে, কী কমেন্ট করতে হবে—জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতাম।’
ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তাঁর মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, ‘যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। অন্য কোনো কিছুই আমাকে দর্শকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
শুধু ভালো অভিনেতা নন, নিজের অনাড়ম্বর জীবনযাপনের জন্যও দর্শকদের কাছে পরিচিত ফাহাদ ফাসিল। সম্প্রতি এই মালয়ালম অভিনেতার বাটন ফোন নিয়ে বেশ আলোচনা হয়। ২৫ জুলাই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মারিসান’। মুক্তি উপলক্ষে গত সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফাহাদ ফাসিল। ওই সময় তাঁকে একটি ফিচার ফোন ব্যবহার করতে দেখা যায়।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। অভিনেতা বলেন, ‘এক বছর ধরে আমি ডাম্ব ফোন ব্যবহার করছি। আমার পরিকল্পনা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেওয়া। শুধু ই-মেইলেই পাওয়া যাবে আমাকে। আমার স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদিও আমি নিশ্চিত নই, এটা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না!’
ফাহাদ ফাসিল জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার না করলেও তিনি ইন্টারনেট থেকে একেবারেই দূরে নন। প্রয়োজন হলে কম্পিউটার কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করেন। তবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক আগে ছিলাম। তখনো আমি এটা খুব ভালো ব্যবহার করতে পারতাম না। কী পোস্ট করতে হবে, কী কমেন্ট করতে হবে—জানতাম না। তবে আমার ব্যক্তিগত জীবনযাপনের কিছু যেন পোস্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতাম।’
ফাহাদ ফাসিল এখন চেষ্টা করছেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে। নিজের জীবনকে রুটিনে আনার চেষ্টা করছেন, যাতে আরও বেশি কাজ করতে পারেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় যেন তাঁর মনোযোগ কেড়ে নিতে না পারে। তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার কারণে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় কি তিনি পান না? ফাহাদ ফাসিলের স্পষ্ট উত্তর, ‘যেদিন থেকে আমি খারাপ সিনেমা করা শুরু করব, শুধু তখনই আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। অন্য কোনো কিছুই আমাকে দর্শকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১৬ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২১ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে