‘পোস্ত’র কথা মনে আছে? নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এ সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে। এর আগের দুই বছরে তাঁদের ‘বেলাশেষে’ ও ‘প্রাক্তন’ বক্স অফিসে বলতে গেলে ঝড় তুলেছিল। তাই ‘পোস্ত’ যখন মুক্তি পায়, হইহই করে দেখেছিল দর্শক।
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা ও ঠাকুরদার লড়াই গড়ায় আদালতে—মোটাদাগে এটিই ‘পোস্ত’র গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী—প্রত্যেকেরই অভিনয় হাসিয়েছিল, কাঁদিয়েছিল দর্শকদের।
বছর পাঁচেকের মাথায় এসে ‘পোস্ত’ নিয়ে নতুন খবর শোনা গেল। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা এ সিনেমার হিন্দি রিমেক বানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ, এ মাস থেকেই শুরু হবে শুটিং।
যেহেতু হিন্দি সিনেমা, আর ‘পোস্ত’র অন্যতম প্রধান শক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন; তাই হিন্দি রিমেকে বদলে যাচ্ছে অভিনয়শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্ত অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এখনও সবুজ সংকেত আসেনি।
বাংলা ‘পোস্ত’র মূল চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী অর্ঘ্য বসু। হিন্দি রিমেকে এ চরিত্রের অভিনেতা নেওয়া হয়েছে বলিউড থেকে।
কেবল মিমি চক্রবর্তী বদল হচ্ছেন না। তিনি থাকছেন ‘পোস্ত’র হিন্দি রিমেকে। একই চরিত্রে। সে হিসেবে এটিই হতে যাচ্ছে মিমির প্রথম হিন্দি সিনেমা।
হিন্দিতে ‘পোস্ত’ সিনেমাটির নাম কী হবে, তা জানা যায়নি এখনো।
‘পোস্ত’র কথা মনে আছে? নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এ সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে। এর আগের দুই বছরে তাঁদের ‘বেলাশেষে’ ও ‘প্রাক্তন’ বক্স অফিসে বলতে গেলে ঝড় তুলেছিল। তাই ‘পোস্ত’ যখন মুক্তি পায়, হইহই করে দেখেছিল দর্শক।
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা ও ঠাকুরদার লড়াই গড়ায় আদালতে—মোটাদাগে এটিই ‘পোস্ত’র গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী—প্রত্যেকেরই অভিনয় হাসিয়েছিল, কাঁদিয়েছিল দর্শকদের।
বছর পাঁচেকের মাথায় এসে ‘পোস্ত’ নিয়ে নতুন খবর শোনা গেল। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা এ সিনেমার হিন্দি রিমেক বানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ, এ মাস থেকেই শুরু হবে শুটিং।
যেহেতু হিন্দি সিনেমা, আর ‘পোস্ত’র অন্যতম প্রধান শক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন; তাই হিন্দি রিমেকে বদলে যাচ্ছে অভিনয়শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্ত অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এখনও সবুজ সংকেত আসেনি।
বাংলা ‘পোস্ত’র মূল চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী অর্ঘ্য বসু। হিন্দি রিমেকে এ চরিত্রের অভিনেতা নেওয়া হয়েছে বলিউড থেকে।
কেবল মিমি চক্রবর্তী বদল হচ্ছেন না। তিনি থাকছেন ‘পোস্ত’র হিন্দি রিমেকে। একই চরিত্রে। সে হিসেবে এটিই হতে যাচ্ছে মিমির প্রথম হিন্দি সিনেমা।
হিন্দিতে ‘পোস্ত’ সিনেমাটির নাম কী হবে, তা জানা যায়নি এখনো।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে