শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।
আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।
আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে