বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে