বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
সিনেমা মুক্তির পর হলে হলে ঘুরতে দেখা যায় নায়ক-নায়িকাদের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকিব খান। তাঁর কোনো সিনেমা মুক্তির পর প্রচারের জন্য হল ভিজিট করেন না তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া দরদ সিনেমার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সিনেমাটির অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরলেও, ছিলেন না শাকিব। কেন তিনি যান না সিনেমা হলে, জানালেন সে কারণ।
হলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব। আজ ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে যাই না। কারণ হলে গেলে দেখি, সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন মনে হয়, সিন তো মিস করে ফেলল। এই জায়গায় তো আমি ফাটিয়ে এক্সপ্রেশন দিয়েছি। তখন চিৎকার করতে বলতে মনে চায়, ‘‘আমার দিকে কি? সামনে দেখ’’। এমন অবস্থা দেখে আর হলে যাওয়া হয় না। তবে দরদ দেখতে যাব। সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোণায় গিয়ে দাঁড়িয়ে থাকার। আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখার।’
বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে