Ajker Patrika

সেন্সর ছাড়পত্র পেল ‘আগস্ট ১৯৭৫’

সেন্সর ছাড়পত্র পেল ‘আগস্ট ১৯৭৫’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘আগস্ট ১৯৭৫’। ১০ আগস্ট সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সেলিম খান পরিচালিত এই ছবিটি। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন।

সেন্সর পেলেও এখনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন না এর পরিচালক ও প্রযোজক সেলিম খান। তিনি বলেন, ‘করোনার এই সময়ে সিনেমাহলে মুক্তি দিতে চাচ্ছি না। সরকারীভাবে সিনেমা হল খোলার পূর্ণ নির্দেশ পেলে হলে বড় পরিসরে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

‘আগস্ট ১৯৭৫’ ছবির পোস্টারতবে সিনেমা হলে মুক্তি না পেলেও ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ অ্যাপে দেখা যাবে বলে জানান সেলিম খান। সম্পূর্ণে বিনামূল্যে দর্শক সিনেমাটি দেখতে পারবেন এই অ্যাপে।

১৫ আগস্ট ১৯৭৫—বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল ঘাতক। ঘটনার ৪৬ বছর পর সেই দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিতত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত