বিনোদন প্রতিবেদক
ঢাকা: রোববার বসছে অস্কারের ৯৩তম আসর। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে এ আয়োজন। এবারের অস্কারে মনোনয়ন তালিকায় থাকা সিনেমা ও তারকাদের নিয়ে রয়েছে কিছু অদ্ভুত আর মজার ব্যাপার। এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অস্কারে একই সিনেমা থেকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হওয়ার নজির বিরল। সর্বশেষ এ উদাহরণ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। ‘অ্যাজ গুড অ্যাজ ইট গেটস’ সিনেমার জন্য জ্যাক নিকোলসন সেরা অভিনেতা ও হেলেন হান্ট সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এবারের আসরে তেমনটি হবে না তা কে বলতে পারে! ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য প্রয়াত চ্যাডউইক বোজম্যান ও ভায়োলা ডেভিসের সেই সম্ভাবনা দেখা যাচ্ছে।
অস্কারের সেরা পরিচালক শাখাটি যেন পুরুষদের ঘাঁটি! আগের ৯২ বছরে মাত্র পাঁচজন নারী নির্মাতা সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছেন। মার্কিন নির্মাতা ক্যাথরিন বিগেলো একমাত্র নারী যিনি পুরস্কারটি জিতেছেন। ৯৩তম অস্কারের সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) ও এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)। অস্কারের একই আসরে একাধিক নারী নির্মাতা এবারই প্রথম জায়গা করে নিলেন।
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড প্রথম কোনো নারী, যিনি অস্কারের একই আসরে সেরা অভিনেত্রী ও সেরা প্রযোজক শাখায় মনোনয়ন পেয়েছেন। ‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় এই রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় এগিয়ে আছে ক্লোয়ি জাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। ফলে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার না পেলেও অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চে ওঠার সুযোগ থাকছে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের।
‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন গত বছরের আগস্টে। এবারের অস্কারে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় তিনিই এগিয়ে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এ নিয়ে মাত্র আটজন মৃত্যুর পর মনোনয়ন পেয়েছেন। আগের সাত তারকার মধ্যে হিথ লেজার ও পিটার ফিঞ্চ পুরস্কার জিতেছেন। তাঁরা দুজনই অস্ট্রেলিয়ান।
এবারের সেরা অভিনেত্রী শাখায় মনোনীতদের মধ্যে ভায়োলা ডেভিসকে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমায় মাত্র ২৬ মিনিট ৪১ সেকেন্ড দেখা গেছে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত দুই অভিনেত্রীর চেয়েও তাঁর উপস্থিতি কম! যদিও ভায়োলা ডেভিসের জন্য এটা নতুন কিছু নয়! ২০০৯ সালে ‘ডাউট’ সিনেমায় মাত্র ৯ মিনিটের উপস্থিতির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।
এবারের আসরে অশ্বেতাঙ্গরা অভিনয় শাখার সব পুরস্কার জিতে যেতে পারেন, এমন ধারণা অস্কার পর্যবেক্ষকদের। অভিনয়শিল্পী শাখায় ২০ মনোনীত তারকার মধ্যে রেকর্ডসংখ্যক ৯ জন অশ্বেতাঙ্গ। সেরা অভিনেতা শাখায় এবার অশ্বেতাঙ্গরাই সংখ্যাগরিষ্ঠ।
এবারের মনোনয়ন তালিকায় সেরা চলচ্চিত্র বিভাগে আছে আটটি সিনেমা। এগুলোর মধ্যে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও মনোনীত হয়েছে ‘মিনারি’, ‘প্রমিসিং ইয়াং ওম্যান’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ও ‘সাউন্ড অব মেটাল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত এত সংখ্যক সিনেমা সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে জায়গা পায়নি।
সূত্র: বিবিসি, সিএনএন, হলিউড রিপোটার্স।
ঢাকা: রোববার বসছে অস্কারের ৯৩তম আসর। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে এ আয়োজন। এবারের অস্কারে মনোনয়ন তালিকায় থাকা সিনেমা ও তারকাদের নিয়ে রয়েছে কিছু অদ্ভুত আর মজার ব্যাপার। এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অস্কারে একই সিনেমা থেকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হওয়ার নজির বিরল। সর্বশেষ এ উদাহরণ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। ‘অ্যাজ গুড অ্যাজ ইট গেটস’ সিনেমার জন্য জ্যাক নিকোলসন সেরা অভিনেতা ও হেলেন হান্ট সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এবারের আসরে তেমনটি হবে না তা কে বলতে পারে! ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য প্রয়াত চ্যাডউইক বোজম্যান ও ভায়োলা ডেভিসের সেই সম্ভাবনা দেখা যাচ্ছে।
অস্কারের সেরা পরিচালক শাখাটি যেন পুরুষদের ঘাঁটি! আগের ৯২ বছরে মাত্র পাঁচজন নারী নির্মাতা সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছেন। মার্কিন নির্মাতা ক্যাথরিন বিগেলো একমাত্র নারী যিনি পুরস্কারটি জিতেছেন। ৯৩তম অস্কারের সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) ও এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)। অস্কারের একই আসরে একাধিক নারী নির্মাতা এবারই প্রথম জায়গা করে নিলেন।
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড প্রথম কোনো নারী, যিনি অস্কারের একই আসরে সেরা অভিনেত্রী ও সেরা প্রযোজক শাখায় মনোনয়ন পেয়েছেন। ‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় এই রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় এগিয়ে আছে ক্লোয়ি জাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। ফলে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার না পেলেও অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চে ওঠার সুযোগ থাকছে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের।
‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন গত বছরের আগস্টে। এবারের অস্কারে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় তিনিই এগিয়ে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এ নিয়ে মাত্র আটজন মৃত্যুর পর মনোনয়ন পেয়েছেন। আগের সাত তারকার মধ্যে হিথ লেজার ও পিটার ফিঞ্চ পুরস্কার জিতেছেন। তাঁরা দুজনই অস্ট্রেলিয়ান।
এবারের সেরা অভিনেত্রী শাখায় মনোনীতদের মধ্যে ভায়োলা ডেভিসকে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমায় মাত্র ২৬ মিনিট ৪১ সেকেন্ড দেখা গেছে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত দুই অভিনেত্রীর চেয়েও তাঁর উপস্থিতি কম! যদিও ভায়োলা ডেভিসের জন্য এটা নতুন কিছু নয়! ২০০৯ সালে ‘ডাউট’ সিনেমায় মাত্র ৯ মিনিটের উপস্থিতির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।
এবারের আসরে অশ্বেতাঙ্গরা অভিনয় শাখার সব পুরস্কার জিতে যেতে পারেন, এমন ধারণা অস্কার পর্যবেক্ষকদের। অভিনয়শিল্পী শাখায় ২০ মনোনীত তারকার মধ্যে রেকর্ডসংখ্যক ৯ জন অশ্বেতাঙ্গ। সেরা অভিনেতা শাখায় এবার অশ্বেতাঙ্গরাই সংখ্যাগরিষ্ঠ।
এবারের মনোনয়ন তালিকায় সেরা চলচ্চিত্র বিভাগে আছে আটটি সিনেমা। এগুলোর মধ্যে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও মনোনীত হয়েছে ‘মিনারি’, ‘প্রমিসিং ইয়াং ওম্যান’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ও ‘সাউন্ড অব মেটাল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত এত সংখ্যক সিনেমা সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে জায়গা পায়নি।
সূত্র: বিবিসি, সিএনএন, হলিউড রিপোটার্স।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২৭ মিনিট আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে