বিনোদন প্রতিবেদক
ঢাকা: রোববার বসছে অস্কারের ৯৩তম আসর। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে এ আয়োজন। এবারের অস্কারে মনোনয়ন তালিকায় থাকা সিনেমা ও তারকাদের নিয়ে রয়েছে কিছু অদ্ভুত আর মজার ব্যাপার। এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অস্কারে একই সিনেমা থেকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হওয়ার নজির বিরল। সর্বশেষ এ উদাহরণ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। ‘অ্যাজ গুড অ্যাজ ইট গেটস’ সিনেমার জন্য জ্যাক নিকোলসন সেরা অভিনেতা ও হেলেন হান্ট সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এবারের আসরে তেমনটি হবে না তা কে বলতে পারে! ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য প্রয়াত চ্যাডউইক বোজম্যান ও ভায়োলা ডেভিসের সেই সম্ভাবনা দেখা যাচ্ছে।
অস্কারের সেরা পরিচালক শাখাটি যেন পুরুষদের ঘাঁটি! আগের ৯২ বছরে মাত্র পাঁচজন নারী নির্মাতা সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছেন। মার্কিন নির্মাতা ক্যাথরিন বিগেলো একমাত্র নারী যিনি পুরস্কারটি জিতেছেন। ৯৩তম অস্কারের সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) ও এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)। অস্কারের একই আসরে একাধিক নারী নির্মাতা এবারই প্রথম জায়গা করে নিলেন।
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড প্রথম কোনো নারী, যিনি অস্কারের একই আসরে সেরা অভিনেত্রী ও সেরা প্রযোজক শাখায় মনোনয়ন পেয়েছেন। ‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় এই রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় এগিয়ে আছে ক্লোয়ি জাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। ফলে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার না পেলেও অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চে ওঠার সুযোগ থাকছে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের।
‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন গত বছরের আগস্টে। এবারের অস্কারে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় তিনিই এগিয়ে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এ নিয়ে মাত্র আটজন মৃত্যুর পর মনোনয়ন পেয়েছেন। আগের সাত তারকার মধ্যে হিথ লেজার ও পিটার ফিঞ্চ পুরস্কার জিতেছেন। তাঁরা দুজনই অস্ট্রেলিয়ান।
এবারের সেরা অভিনেত্রী শাখায় মনোনীতদের মধ্যে ভায়োলা ডেভিসকে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমায় মাত্র ২৬ মিনিট ৪১ সেকেন্ড দেখা গেছে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত দুই অভিনেত্রীর চেয়েও তাঁর উপস্থিতি কম! যদিও ভায়োলা ডেভিসের জন্য এটা নতুন কিছু নয়! ২০০৯ সালে ‘ডাউট’ সিনেমায় মাত্র ৯ মিনিটের উপস্থিতির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।
এবারের আসরে অশ্বেতাঙ্গরা অভিনয় শাখার সব পুরস্কার জিতে যেতে পারেন, এমন ধারণা অস্কার পর্যবেক্ষকদের। অভিনয়শিল্পী শাখায় ২০ মনোনীত তারকার মধ্যে রেকর্ডসংখ্যক ৯ জন অশ্বেতাঙ্গ। সেরা অভিনেতা শাখায় এবার অশ্বেতাঙ্গরাই সংখ্যাগরিষ্ঠ।
এবারের মনোনয়ন তালিকায় সেরা চলচ্চিত্র বিভাগে আছে আটটি সিনেমা। এগুলোর মধ্যে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও মনোনীত হয়েছে ‘মিনারি’, ‘প্রমিসিং ইয়াং ওম্যান’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ও ‘সাউন্ড অব মেটাল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত এত সংখ্যক সিনেমা সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে জায়গা পায়নি।
সূত্র: বিবিসি, সিএনএন, হলিউড রিপোটার্স।
ঢাকা: রোববার বসছে অস্কারের ৯৩তম আসর। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে এ আয়োজন। এবারের অস্কারে মনোনয়ন তালিকায় থাকা সিনেমা ও তারকাদের নিয়ে রয়েছে কিছু অদ্ভুত আর মজার ব্যাপার। এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অস্কারে একই সিনেমা থেকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হওয়ার নজির বিরল। সর্বশেষ এ উদাহরণ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। ‘অ্যাজ গুড অ্যাজ ইট গেটস’ সিনেমার জন্য জ্যাক নিকোলসন সেরা অভিনেতা ও হেলেন হান্ট সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এবারের আসরে তেমনটি হবে না তা কে বলতে পারে! ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য প্রয়াত চ্যাডউইক বোজম্যান ও ভায়োলা ডেভিসের সেই সম্ভাবনা দেখা যাচ্ছে।
অস্কারের সেরা পরিচালক শাখাটি যেন পুরুষদের ঘাঁটি! আগের ৯২ বছরে মাত্র পাঁচজন নারী নির্মাতা সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছেন। মার্কিন নির্মাতা ক্যাথরিন বিগেলো একমাত্র নারী যিনি পুরস্কারটি জিতেছেন। ৯৩তম অস্কারের সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড) ও এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং ওম্যান)। অস্কারের একই আসরে একাধিক নারী নির্মাতা এবারই প্রথম জায়গা করে নিলেন।
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড প্রথম কোনো নারী, যিনি অস্কারের একই আসরে সেরা অভিনেত্রী ও সেরা প্রযোজক শাখায় মনোনয়ন পেয়েছেন। ‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় এই রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় এগিয়ে আছে ক্লোয়ি জাও পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। ফলে সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার না পেলেও অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চে ওঠার সুযোগ থাকছে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের।
‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন গত বছরের আগস্টে। এবারের অস্কারে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমার জন্য সেরা অভিনেতা শাখায় তিনিই এগিয়ে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এ নিয়ে মাত্র আটজন মৃত্যুর পর মনোনয়ন পেয়েছেন। আগের সাত তারকার মধ্যে হিথ লেজার ও পিটার ফিঞ্চ পুরস্কার জিতেছেন। তাঁরা দুজনই অস্ট্রেলিয়ান।
এবারের সেরা অভিনেত্রী শাখায় মনোনীতদের মধ্যে ভায়োলা ডেভিসকে ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমায় মাত্র ২৬ মিনিট ৪১ সেকেন্ড দেখা গেছে। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত দুই অভিনেত্রীর চেয়েও তাঁর উপস্থিতি কম! যদিও ভায়োলা ডেভিসের জন্য এটা নতুন কিছু নয়! ২০০৯ সালে ‘ডাউট’ সিনেমায় মাত্র ৯ মিনিটের উপস্থিতির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।
এবারের আসরে অশ্বেতাঙ্গরা অভিনয় শাখার সব পুরস্কার জিতে যেতে পারেন, এমন ধারণা অস্কার পর্যবেক্ষকদের। অভিনয়শিল্পী শাখায় ২০ মনোনীত তারকার মধ্যে রেকর্ডসংখ্যক ৯ জন অশ্বেতাঙ্গ। সেরা অভিনেতা শাখায় এবার অশ্বেতাঙ্গরাই সংখ্যাগরিষ্ঠ।
এবারের মনোনয়ন তালিকায় সেরা চলচ্চিত্র বিভাগে আছে আটটি সিনেমা। এগুলোর মধ্যে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও মনোনীত হয়েছে ‘মিনারি’, ‘প্রমিসিং ইয়াং ওম্যান’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’, ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ও ‘সাউন্ড অব মেটাল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত এত সংখ্যক সিনেমা সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে জায়গা পায়নি।
সূত্র: বিবিসি, সিএনএন, হলিউড রিপোটার্স।
সদ্যপ্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ রোববার সকালে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে কুষ্টিয়ায় মা-বাবার কবরে তাকে দাফন করা হবে। রাতে হাসপাতালে গণমাধ্যমের সামনে এসব তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম।
২ ঘণ্টা আগেচলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
৫ ঘণ্টা আগেবাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মারা যান প্লেব্যাক সম্রাটখ্যাত এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।
৫ ঘণ্টা আগেএকসময়ের টিভি নাটকের নিয়মিত মুখ অভিনেতা ওমর আয়াজ অনি থাকেন অস্ট্রেলিয়ায়। পাঁচ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আবার দেশের মিডিয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অনি। ইতিমধ্যে বিজ্ঞাপন, ওটিটি ও সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
১৯ ঘণ্টা আগে