ছবি মুক্তির কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান নিয়োগ করেন বিশেষ প্রমোশনাল টিম। তাঁদের কাজ হচ্ছে- কতো রকমারি তরিকায় করা যায় ছবির প্রচার।
ছবির অভিনয়শিল্পীরা অংশ নেন প্রমোশনে। বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থিত হন তাঁরা। সাক্ষাৎকার দেন। ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-তেও থাকেন। বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করেন। এ সময়ে নতুন করে চাহিদা বেড়েছে ডিজিটাল প্রচারণার। সোশ্যাল মিডিয়ায় কত রকম ক্যাম্পেইন যে চলে একটা ছবি মুক্তির আগে!
অনেকদিন পর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘চোখ’। শবনম বুবলী, নীরব ও জিয়াউল রোশান অভিনয় করেছেন এতে। ১ অক্টোবর ‘চোখ’ সিনেমা দিয়েই দীর্ঘদিন পর খুলছে অনেক হল। মুক্তির দিন ঘনিয়ে এলেও বাড়তি কোনো প্রচার-প্রচারণা নেই ছবিটির।
‘চোখ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এ ছবির প্রচারে নাকি সময় দিচ্ছেন না নায়ক-নায়িকারা।
সোমবার সন্ধ্যায় বুবলীকে পাওয়া যায় এফডিসিতে। তিনি তখন মান্না ডিজিটাল কমপ্লেক্সে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে প্রসঙ্গটি তুলতেই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঠান্ডা মাথায় সব অভিযোগের জবাব দেন বুবলী।
তিনি বলেন, ‘এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দু-সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এটার বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রোমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে কেন আমি যাবো না?’
এছাড়া হুট করে ‘চোখ’ মুক্তির তারিখ ঠিক করায় শিল্পীদের জন্য প্রচারণায় অংশ নেওয়া কঠিন হয়ে গেছে বলেও জানালেন বুবলী। বললেন, ‘আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক দেড় মাস আগেই ডেট দেওয়া। আর চোখ ছবিটি যে ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না।’
উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ তুললেন বুবলী। বললেন, ‘রোববার আমি সারাদিন শিডিউল ফাঁকা রেখেছিলাম এ ছবির প্রমোশনের জন্য। দুটি টিভি চ্যানেলের শোয়ে অংশ নেওয়ার ডেট থাকলেও আমি কাউকে পাইনি। শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল করতে হয়েছে।’
আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম। থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।
দেখুন ‘চোখ’ ছবির ট্রেলার:
ছবি মুক্তির কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে যায় প্রচার-প্রচারণা। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠান নিয়োগ করেন বিশেষ প্রমোশনাল টিম। তাঁদের কাজ হচ্ছে- কতো রকমারি তরিকায় করা যায় ছবির প্রচার।
ছবির অভিনয়শিল্পীরা অংশ নেন প্রমোশনে। বিভিন্ন সংবাদমাধ্যমে উপস্থিত হন তাঁরা। সাক্ষাৎকার দেন। ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-তেও থাকেন। বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করেন। এ সময়ে নতুন করে চাহিদা বেড়েছে ডিজিটাল প্রচারণার। সোশ্যাল মিডিয়ায় কত রকম ক্যাম্পেইন যে চলে একটা ছবি মুক্তির আগে!
অনেকদিন পর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘চোখ’। শবনম বুবলী, নীরব ও জিয়াউল রোশান অভিনয় করেছেন এতে। ১ অক্টোবর ‘চোখ’ সিনেমা দিয়েই দীর্ঘদিন পর খুলছে অনেক হল। মুক্তির দিন ঘনিয়ে এলেও বাড়তি কোনো প্রচার-প্রচারণা নেই ছবিটির।
‘চোখ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এ ছবির প্রচারে নাকি সময় দিচ্ছেন না নায়ক-নায়িকারা।
সোমবার সন্ধ্যায় বুবলীকে পাওয়া যায় এফডিসিতে। তিনি তখন মান্না ডিজিটাল কমপ্লেক্সে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে প্রসঙ্গটি তুলতেই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঠান্ডা মাথায় সব অভিযোগের জবাব দেন বুবলী।
তিনি বলেন, ‘এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দু-সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এটার বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রোমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে কেন আমি যাবো না?’
এছাড়া হুট করে ‘চোখ’ মুক্তির তারিখ ঠিক করায় শিল্পীদের জন্য প্রচারণায় অংশ নেওয়া কঠিন হয়ে গেছে বলেও জানালেন বুবলী। বললেন, ‘আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক দেড় মাস আগেই ডেট দেওয়া। আর চোখ ছবিটি যে ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না।’
উল্টো প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ তুললেন বুবলী। বললেন, ‘রোববার আমি সারাদিন শিডিউল ফাঁকা রেখেছিলাম এ ছবির প্রমোশনের জন্য। দুটি টিভি চ্যানেলের শোয়ে অংশ নেওয়ার ডেট থাকলেও আমি কাউকে পাইনি। শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল করতে হয়েছে।’
আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম। থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।
দেখুন ‘চোখ’ ছবির ট্রেলার:
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৩ ঘণ্টা আগে