আসছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ পুণ্য’। চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফারজানা চুমকি, ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে এই সপ্তাহে (২০ মে)। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো সিনেমা এই প্রথম উত্তর আমেরিকার ১১২টি হলে মুক্তি পেতে যাচ্ছে।
‘পাপ পুণ্য’র মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’খ্যাত চঞ্চল চৌধুরী। তাই সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, ‘পাপ পুণ্য’ দেশের কতগুলো সিনেমা হলে মুক্তি পাবে, শিগগিরই সে তালিকা প্রকাশ করা হবে।
এ উপলক্ষে ১৬ মে চ্যানেল আই কার্যালয়ের ৪নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে উপস্থিত থেকে ছবিটির পক্ষে অনুভূতি প্রকাশ করেন মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সুমি ও সিয়াম।
‘পাপ পুণ্য’ সিনেমায় মামুনুর রশীদ অভিনয় করেছেন জনপ্রতিনিধির চরিত্রে। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় কাজ করেছিলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সেলিমের সিনেমা শুনে আর না করিনি। কাজ তো করে ফেলেছি, এখন দর্শকদের দেখার পালা।’
এ সিনেমা দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরলেন আফসানা মিমি। তিনি বলেন, ‘সিনেমাটি আমার ফেরার জন্য ভালো একটি সুযোগ বলে মনে করেছি। সিনেমাটির পরিচালক আমার বন্ধু। তাঁর প্রথম লেখায় কাজ করেছি, তাঁর প্রথম পরিচালনাতেও কাজ করেছি। চঞ্চল যখন কাজ শুরু করেছে তখন আমি কিছুটা আড়ালে চলে গেছি। তাঁর সঙ্গেও কাজ করার সুযোগ পাওয়া গেল এ সিনেমার মাধ্যমে। সিনেমায় চঞ্চল ও আমার সম্পর্কটা অনেক জটিল, তাই আমাদের অনেক ভালো ভালো দৃশ্য রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘সেলিম ভাই এবং আমি অনেক কাজ করেছি। তার সঙ্গে আমার রসায়নটাই অন্যরকম। পাপ পুণ্য সিনেমার গল্পটা অসাধারণ। আমি তো সেলিম ভাইকে শুটিং সেটে বলেছিলাম, মনপুরার পরপরই এ সিনেমাটি করে ফেলা দরকার ছিল।’
দেখুন ‘পাপ পুণ্য’ সিনেমার ট্রেলার:
আসছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ পুণ্য’। চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফারজানা চুমকি, ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে এই সপ্তাহে (২০ মে)। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো সিনেমা এই প্রথম উত্তর আমেরিকার ১১২টি হলে মুক্তি পেতে যাচ্ছে।
‘পাপ পুণ্য’র মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’খ্যাত চঞ্চল চৌধুরী। তাই সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, ‘পাপ পুণ্য’ দেশের কতগুলো সিনেমা হলে মুক্তি পাবে, শিগগিরই সে তালিকা প্রকাশ করা হবে।
এ উপলক্ষে ১৬ মে চ্যানেল আই কার্যালয়ের ৪নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে উপস্থিত থেকে ছবিটির পক্ষে অনুভূতি প্রকাশ করেন মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সুমি ও সিয়াম।
‘পাপ পুণ্য’ সিনেমায় মামুনুর রশীদ অভিনয় করেছেন জনপ্রতিনিধির চরিত্রে। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় কাজ করেছিলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সেলিমের সিনেমা শুনে আর না করিনি। কাজ তো করে ফেলেছি, এখন দর্শকদের দেখার পালা।’
এ সিনেমা দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরলেন আফসানা মিমি। তিনি বলেন, ‘সিনেমাটি আমার ফেরার জন্য ভালো একটি সুযোগ বলে মনে করেছি। সিনেমাটির পরিচালক আমার বন্ধু। তাঁর প্রথম লেখায় কাজ করেছি, তাঁর প্রথম পরিচালনাতেও কাজ করেছি। চঞ্চল যখন কাজ শুরু করেছে তখন আমি কিছুটা আড়ালে চলে গেছি। তাঁর সঙ্গেও কাজ করার সুযোগ পাওয়া গেল এ সিনেমার মাধ্যমে। সিনেমায় চঞ্চল ও আমার সম্পর্কটা অনেক জটিল, তাই আমাদের অনেক ভালো ভালো দৃশ্য রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘সেলিম ভাই এবং আমি অনেক কাজ করেছি। তার সঙ্গে আমার রসায়নটাই অন্যরকম। পাপ পুণ্য সিনেমার গল্পটা অসাধারণ। আমি তো সেলিম ভাইকে শুটিং সেটে বলেছিলাম, মনপুরার পরপরই এ সিনেমাটি করে ফেলা দরকার ছিল।’
দেখুন ‘পাপ পুণ্য’ সিনেমার ট্রেলার:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে