Ajker Patrika

তারকাবহুল ‘পাপ পুণ্য’ আসছে ২০ মে

তারকাবহুল ‘পাপ পুণ্য’ আসছে ২০ মে

আসছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ পুণ্য’। চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফারজানা চুমকি, ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে এই সপ্তাহে (২০ মে)। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো সিনেমা এই প্রথম উত্তর আমেরিকার ১১২টি হলে মুক্তি পেতে যাচ্ছে।

‘পাপ পুণ্য’র মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’খ্যাত চঞ্চল চৌধুরী। তাই সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, ‘পাপ পুণ্য’ দেশের কতগুলো সিনেমা হলে মুক্তি পাবে, শিগগিরই সে তালিকা প্রকাশ করা হবে।

এ উপলক্ষে ১৬ মে চ্যানেল আই কার্যালয়ের ৪নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে উপস্থিত থেকে ছবিটির পক্ষে অনুভূতি প্রকাশ করেন মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সুমি ও সিয়াম।

‘পাপ পুণ্য’ সিনেমায় মামুনুর রশীদ অভিনয় করেছেন জনপ্রতিনিধির চরিত্রে। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় কাজ করেছিলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তাই সেলিমের সিনেমা শুনে আর না করিনি। কাজ তো করে ফেলেছি, এখন দর্শকদের দেখার পালা।’

২০ মে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ পুণ্য’। এ সিনেমা দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরলেন আফসানা মিমি। তিনি বলেন, ‘সিনেমাটি আমার ফেরার জন্য ভালো একটি সুযোগ বলে মনে করেছি। সিনেমাটির পরিচালক আমার বন্ধু। তাঁর প্রথম লেখায় কাজ করেছি, তাঁর প্রথম পরিচালনাতেও কাজ করেছি। চঞ্চল যখন কাজ শুরু করেছে তখন আমি কিছুটা আড়ালে চলে গেছি। তাঁর সঙ্গেও কাজ করার সুযোগ পাওয়া গেল এ সিনেমার মাধ্যমে। সিনেমায় চঞ্চল ও আমার সম্পর্কটা অনেক জটিল, তাই আমাদের অনেক ভালো ভালো দৃশ্য রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘সেলিম ভাই এবং আমি অনেক কাজ করেছি। তার সঙ্গে আমার রসায়নটাই অন্যরকম। পাপ পুণ্য সিনেমার গল্পটা অসাধারণ। আমি তো সেলিম ভাইকে শুটিং সেটে বলেছিলাম, মনপুরার পরপরই এ সিনেমাটি করে ফেলা দরকার ছিল।’

দেখুন ‘পাপ পুণ্য’ সিনেমার ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত