মীর রাকিব হাসান
১৯৬৫ সালে ‘ত্রিধারা’ নাটক দিয়ে শুরু হয় দিলারা জামানের অভিনয়জীবন। আজও অভিনয়ের সঙ্গেই আছেন। থাকতে চান আজীবন। মন-প্রাণ ঢেলে প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলতে চান নাটকের ক্যানভাসে। তাঁর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
শুটিং করছেন?
আপাতত শুটিং করছি না। আমার বড় মেয়ে এসেছে কানাডা থেকে। তাঁকে সময় দিচ্ছি। তবে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিটা করতে হবে। এই মাসের ১৭ তারিখ থেকে চার দিনের শিডিউল দিয়েছি। মানিকগঞ্জে শুটিং হবে। সম্প্রতি কয়েকটা অনুদানের ছবিতেও অভিনয় করেছি। তবে সেলিমের ছবিটা করে আবার কিছুদিন বিরতি নেব। মেয়েকে সময় দেব। ও থাকবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার নিয়মিত কাজ করব।
কোনো কাজের কথা হয়ে আছে?
কিছু ছবির শুটিং, ডাবিং বাকি আছে। ওগুলো করতে হবে। আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি ছবিতে কাজ করার কথা চলছে।
‘বঙ্গবন্ধু’ ছবিতে শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুন। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘চিরঞ্জীব মুজিব’ ছবি দুটিতেও একই ভূমিকায় অভিনয় করেছেন। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন?
এটা আমার অভিনয়জীবনের সেরা অর্জন। এই কাজের মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে থাকব। আমার যে পরিচয় বাংলাদেশি, সেটা তো বঙ্গবন্ধু ছাড়া হতো না। ‘বঙ্গবন্ধু’ ছবির কিছু শুটিং বাকি আছে। শুটিং হয়েছে মুম্বাইয়ে। পরিচালক শ্যাম বেনেগাল আমাকে মেকআপ-গেটআপে শেখ সায়রা খাতুনের এমন রূপ দেন যে আমি আয়নায় নিজেকে দেখে চমকে উঠি। কেবল আমাকে না, যারা বঙ্গবন্ধু ছবিতে অভিনয় করেছে, সবাইকে একেবারে সত্যিকারের চরিত্রের রূপ দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধুর ঢাকার বাড়ি, টুঙ্গিপাড়ার বাড়িটাও যেন একেবারে হুবহু একই রকম করে তৈরি করেছিলেন।
বঙ্গবন্ধুকে কখনো সামনে থেকে দেখেছেন?
বিয়ের পরপরই ১৯৬৬-৬৭ সালে একবার তাঁকে দেখেছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ি। তিনি একটি সভায় এসেছিলেন, দূর থেকে দেখেছি।
অনেক চরিত্রে অভিনয় করেছেন। কোনো অপ্রাপ্তি আছে?
একজন শিল্পী কখনোই তৃপ্ত হতে পারেন না। শিল্পী তৃপ্ত মানেই তো তাঁর প্রাপ্তি শেষ। তাঁর অপ্রাপ্তিগুলোই ভালো কাজের উৎস। তাই মৃত্যু পর্যন্ত শিল্পীর অতৃপ্তি বা আকাঙ্ক্ষা থেকে যায়। ভালো চরিত্রের ক্ষুধা থেকে যায়। আর এই অতৃপ্তি প্রতিনিয়ত পরিচালকেরাই মেটানোর চেষ্টা করতে পারেন। আমি একজন অভিনেত্রী। এত বছর অভিনয় করছি। তবু মনে করি, একজন ভালো পরিচালকই বুঝতে পারবেন তাঁর কোন চরিত্রটার জন্য আমি পারফেক্ট।
ব্যক্তিজীবন কেমন চলছে?
এই বয়সে তো অসুখ-বিসুখ নিয়েই থাকতে হবে। এটাই স্বাভাবিক। আর আমি কাজ ছাড়া একটা দিনও থাকতে পারি না। শুটিং না থাকলেও আমি বাসায় প্রচুর ব্যস্ত থাকি। বসে বসে গল্প করা আর টেলিভিশন দেখার মানুষ আমি না। রান্না, বাজার করা থেকে বাসা পরিষ্কারসহ সব আমিই করি। এটাতেই আমার তৃপ্তি।
অসুবিধা হয় না?
এটা আমার বহুদিনের চর্চা, তাই কোনো সমস্যা হয় না। সংসার, অভিনয়, শিক্ষকতা—একই সঙ্গে করেছি। ২৬ বছর শিক্ষকতা করেছি, অভিনয় কখনো ছাড়িনি। সংসারও সামলাতে হয়েছে। আমার দুই মেয়ে যখন ছোট ছিল, অনেক সময় ওরা ঘুমে থাকতে শুটিংয়ে চলে গেছি। এমনও হয়েছে, অনেক রাতে শুটিং শেষে ফিরে দেখেছি, ওরা ঘুমিয়ে পড়েছে।
১৯৬৫ সালে ‘ত্রিধারা’ নাটক দিয়ে শুরু হয় দিলারা জামানের অভিনয়জীবন। আজও অভিনয়ের সঙ্গেই আছেন। থাকতে চান আজীবন। মন-প্রাণ ঢেলে প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলতে চান নাটকের ক্যানভাসে। তাঁর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
শুটিং করছেন?
আপাতত শুটিং করছি না। আমার বড় মেয়ে এসেছে কানাডা থেকে। তাঁকে সময় দিচ্ছি। তবে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিটা করতে হবে। এই মাসের ১৭ তারিখ থেকে চার দিনের শিডিউল দিয়েছি। মানিকগঞ্জে শুটিং হবে। সম্প্রতি কয়েকটা অনুদানের ছবিতেও অভিনয় করেছি। তবে সেলিমের ছবিটা করে আবার কিছুদিন বিরতি নেব। মেয়েকে সময় দেব। ও থাকবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার নিয়মিত কাজ করব।
কোনো কাজের কথা হয়ে আছে?
কিছু ছবির শুটিং, ডাবিং বাকি আছে। ওগুলো করতে হবে। আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি ছবিতে কাজ করার কথা চলছে।
‘বঙ্গবন্ধু’ ছবিতে শেখ মুজিবুর রহমানের মা শেখ সায়েরা খাতুন। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘চিরঞ্জীব মুজিব’ ছবি দুটিতেও একই ভূমিকায় অভিনয় করেছেন। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন?
এটা আমার অভিনয়জীবনের সেরা অর্জন। এই কাজের মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে থাকব। আমার যে পরিচয় বাংলাদেশি, সেটা তো বঙ্গবন্ধু ছাড়া হতো না। ‘বঙ্গবন্ধু’ ছবির কিছু শুটিং বাকি আছে। শুটিং হয়েছে মুম্বাইয়ে। পরিচালক শ্যাম বেনেগাল আমাকে মেকআপ-গেটআপে শেখ সায়রা খাতুনের এমন রূপ দেন যে আমি আয়নায় নিজেকে দেখে চমকে উঠি। কেবল আমাকে না, যারা বঙ্গবন্ধু ছবিতে অভিনয় করেছে, সবাইকে একেবারে সত্যিকারের চরিত্রের রূপ দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধুর ঢাকার বাড়ি, টুঙ্গিপাড়ার বাড়িটাও যেন একেবারে হুবহু একই রকম করে তৈরি করেছিলেন।
বঙ্গবন্ধুকে কখনো সামনে থেকে দেখেছেন?
বিয়ের পরপরই ১৯৬৬-৬৭ সালে একবার তাঁকে দেখেছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ি। তিনি একটি সভায় এসেছিলেন, দূর থেকে দেখেছি।
অনেক চরিত্রে অভিনয় করেছেন। কোনো অপ্রাপ্তি আছে?
একজন শিল্পী কখনোই তৃপ্ত হতে পারেন না। শিল্পী তৃপ্ত মানেই তো তাঁর প্রাপ্তি শেষ। তাঁর অপ্রাপ্তিগুলোই ভালো কাজের উৎস। তাই মৃত্যু পর্যন্ত শিল্পীর অতৃপ্তি বা আকাঙ্ক্ষা থেকে যায়। ভালো চরিত্রের ক্ষুধা থেকে যায়। আর এই অতৃপ্তি প্রতিনিয়ত পরিচালকেরাই মেটানোর চেষ্টা করতে পারেন। আমি একজন অভিনেত্রী। এত বছর অভিনয় করছি। তবু মনে করি, একজন ভালো পরিচালকই বুঝতে পারবেন তাঁর কোন চরিত্রটার জন্য আমি পারফেক্ট।
ব্যক্তিজীবন কেমন চলছে?
এই বয়সে তো অসুখ-বিসুখ নিয়েই থাকতে হবে। এটাই স্বাভাবিক। আর আমি কাজ ছাড়া একটা দিনও থাকতে পারি না। শুটিং না থাকলেও আমি বাসায় প্রচুর ব্যস্ত থাকি। বসে বসে গল্প করা আর টেলিভিশন দেখার মানুষ আমি না। রান্না, বাজার করা থেকে বাসা পরিষ্কারসহ সব আমিই করি। এটাতেই আমার তৃপ্তি।
অসুবিধা হয় না?
এটা আমার বহুদিনের চর্চা, তাই কোনো সমস্যা হয় না। সংসার, অভিনয়, শিক্ষকতা—একই সঙ্গে করেছি। ২৬ বছর শিক্ষকতা করেছি, অভিনয় কখনো ছাড়িনি। সংসারও সামলাতে হয়েছে। আমার দুই মেয়ে যখন ছোট ছিল, অনেক সময় ওরা ঘুমে থাকতে শুটিংয়ে চলে গেছি। এমনও হয়েছে, অনেক রাতে শুটিং শেষে ফিরে দেখেছি, ওরা ঘুমিয়ে পড়েছে।
‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
৯ ঘণ্টা আগেঅস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক চলচ্চিত্রকে যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভিজ্যুয়াল ডাবিং প্রযুক্তি। লস অ্যাঞ্জেলেসভিত্তিক স্বাধীন প্রযোজনা সংস্থা এক্সওয়াইজেড ফিল্মসের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাকসিম কট্রে জানান, এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র যুক্ত
১৪ ঘণ্টা আগে