Ajker Patrika

খায়রুল বাশার ও চমক জুটির ‘অবশেষে একা’

খায়রুল বাশার ও চমক জুটির ‘অবশেষে একা’

‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন খায়রুল বাশার ও রুকাইয়া জাহান চমক। এরপর নাটকে একসঙ্গে অভিনয় শুরু করেন তাঁরা।

সম্প্রতি একাধিক নাটকে তাঁদেরকে জুটি হিসেবে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার খায়রুল বাসার ও চমক হাজির ‘অবশেষে একা’ নাটকে। লিমন আহমেদের রচনায় নাটকটি বানিয়েছেন নিকুল কুমার মন্ডল।

গত ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল বলেন, ‘আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নানা বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে এ নাটক বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প উঠে আসবে এ নাটকে।’

‘অবশেষে একা’ নাটকে খায়রুল বাশার ও রুকাইয়া জাহান চমকএ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে।’

নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিরই টিভির পর্দায় দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত