Ajker Patrika

বঙ্গবন্ধুকে নিয়ে যেসব সিনেমা বানানো হচ্ছে

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৭: ৫৮
বঙ্গবন্ধুকে নিয়ে যেসব সিনেমা বানানো হচ্ছে

বঙ্গবন্ধুর হাত ধরে এফডিসি প্রতিষ্ঠা হলেও, এই মহান মানুষটির জীবনী নিয়ে কোনো চলচ্চিত্রই নির্মাণ হয়নি গত দশক পর্যন্ত। সম্প্রতি বেশ কিছু ছবি নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। দুটি ছবি মুক্তিও পেয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সবচেয়ে বড় বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’, বানাচ্ছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ ছবির বাজেট ধরা হয়েছে ৩৫ কোটি টাকা, যার ৬০ শতাংশ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ শতাংশ ভারত। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

অভিনেতা আহমেদ রুবেলও অভিনয় করেছেন বঙ্গবন্ধু চরিত্রে। তাঁর অভিনীত ছবিটির নাম ‘চিরঞ্জিব মুজিব’। শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ছবিটি বানিয়েছেন নজরুল ইসলাম। শুটিং শেষে ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সেলিম খান। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি প্রদর্শনের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই প্রযোজকের আরেকটি ছবি ‘আগস্ট ১৯৭৫’। বঙ্গবন্ধুকে হত্যার ঘটনাকে ঘিরে বানানো হয়েছে ছবিটি। আজ ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেবাজ’-এ মুক্তি পাবে ‘আগস্ট ১৯৭৫’।

বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ‘৫৭০’ নামে আরেকটি ছবি বানিয়েছেন আশরাফ শিশির। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও তাঁকে দাফন করা পর্যন্ত ৩৬ ঘণ্টা উঠে এসেছে ছবিটিতে। ‘৫৭০’ ছবির শুটিং শেষ এরই মধ্যে। এ বছরই মুক্তি দেওয়ার কথা।

বঙ্গবন্ধুকে নিয়ে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামে একটি ছবি বানাচ্ছেন মুশফিকুর রহমান গুলজার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে সোহেল রানা বয়াতি বানাচ্ছেন ‘তর্জনী’ নামের একটি ছবি।

এ ছাড়া বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি অ্যানিমেশন ছবি তৈরি হচ্ছে। ছবির নাম ‘মুজিব আমার পিতা’। আইসিটি মন্ত্রণালয়ের ‘গেম অ্যান্ড অ্যাপ’ প্রজেক্টের আওতায় পরিচালক সোহেল মোহাম্মদ রানা বানাচ্ছেন ছবিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত