বিনোদন প্রতিবেদক
ঢাকা: ঢাকার গুলশানের ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ এগারো জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্তোঁরাটির অন্যতম মালিক অভিনেতা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে যায় পুলিশ। ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা সীসার উপকরণ পাওয়া গেছে। গুলশান থানার ওসি আবুল হাসান জানান, ‘যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে ওমর সানি বলেন,‘শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। চাকরি করে খায়।’
তিনি আরো বলেন, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।’
এই রেস্তোরাঁ আগে উত্তরায় ছিল জানিয়ে ওমর সানি বলেন, ‘উত্তরার লাউঞ্জটা তিন-চার বছর চালানোর পর কোভিডের কারণে লস দিয়ে চলে আসছি।’ তার দাবি, তার রেস্তোরাঁ মূলত খাবারের। ‘কিছু সময়’ শিশা ‘সার্ভ’ করা হয়।
‘পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’ বলেন তিনি।
ঢাকা: ঢাকার গুলশানের ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ এগারো জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্তোঁরাটির অন্যতম মালিক অভিনেতা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে যায় পুলিশ। ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা সীসার উপকরণ পাওয়া গেছে। গুলশান থানার ওসি আবুল হাসান জানান, ‘যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে ওমর সানি বলেন,‘শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী। চাকরি করে খায়।’
তিনি আরো বলেন, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।’
এই রেস্তোরাঁ আগে উত্তরায় ছিল জানিয়ে ওমর সানি বলেন, ‘উত্তরার লাউঞ্জটা তিন-চার বছর চালানোর পর কোভিডের কারণে লস দিয়ে চলে আসছি।’ তার দাবি, তার রেস্তোরাঁ মূলত খাবারের। ‘কিছু সময়’ শিশা ‘সার্ভ’ করা হয়।
‘পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’ বলেন তিনি।
প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
১১ ঘণ্টা আগেঅনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
১৬ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১৯ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
২০ ঘণ্টা আগে