Ajker Patrika

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

বিনোদন ডেস্ক
জাফর পানাহি। ছবি: সংগৃহীত
জাফর পানাহি। ছবি: সংগৃহীত

রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গতকাল সোমবার (১ ডিসেম্বর) তাঁর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেছেন ইসলামিক রেভল্যুশনারি কোর্টের একটি শাখা। ঘোষিত সাজার মধ্যে রয়েছে দুই বছরের জন্য পানাহির ইরান ত্যাগে নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে তাঁর সদস্যপদ নিষিদ্ধ করা।

ইরানি এই নির্মাতার আইনজীবী মোস্তফা নিলি গণমাধ্যমকে জানিয়েছেন, জাফর পানাহির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন। পানাহি বর্তমানে ইরানের বাইরে আছেন।

জানা গেছে, জাফর পানাহি এখন তাঁর নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’-এর প্রচারে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইরানে যেদিন তাঁর বিরুদ্ধে সাজার ঘোষণা হয়, একই দিনে নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছে তাঁর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমাটি। জানা গেছে, শিগগির মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে মরক্কো যাবেন পানাহি, সেখানে আলোচনায় অংশ নেবেন একটি অনুষ্ঠানে।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জিতেছে জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট। সিনেমায় উঠে এসেছে ইরান সরকারের সঙ্গে তাঁর সর্বশেষ আইনি ও রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। জাফর পানাহির সঙ্গে ইরানি কর্তৃপক্ষের বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির অভিযোগে পানাহিকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ছয় বছরের জেল হয় তাঁর। দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান পানাহি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘দিস ইজ নট আ ফিল্ম’ ও ‘ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা নির্মাণ করেন তিনি।

২০২২ সালে আবার গ্রেপ্তার করা হয় ইরানি এই নির্মাতাকে। গ্রেপ্তারের সাত মাস পরে মুক্তি পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...