Ajker Patrika

সিনেমায় শুল্কের ঘোষণায় ২০০০ কোটি ডলার হারাল নেটফ্লিক্স

অনলাইন ডেস্ক
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্সের সদর দপ্তর। ছবি: এএফপি
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্সের সদর দপ্তর। ছবি: এএফপি

বিদেশে নির্মিত সিনেমার ওপর ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর একদিনে ২ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

গতকাল সোমবার, সকালে নেটফ্লিক্সের শেয়ার দর পড়ে যায় ৪ শতাংশ, যা এক মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দরপতন। তবে, দিন শেষে নেটফ্লিক্সের শেয়ারের দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। দিন শেষে শেয়ারের দর দাঁড়ায় ১ হাজার ১৩৪ ডলার, অর্থাৎ সেসময় নেটফ্লিক্সের দর হারানোর পরিমাণ হয় ১ দশমিক ৯ শতাংশ।

মার্কিন বিজনেজ ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়—হোয়াইট হাউস মুখপাত্রের এমন তথ্যের পরই কিছুটা বেড়েছে নেটফ্লিক্সের শেয়ারদর। শুধু নেটফ্লিক্স নয়, ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার পর অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেমন—ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, প্যারামাউন্ট ও কমকাস্টের শেয়ারও পড়ে যায়। তবে সবচেয়ে বেশি পতন হয় নেটফ্লিক্সের দরে। সোমবার সকালেই তাদের বাজারমূল্য কমে যায় ২০ দশমিক ৪ বিলিয়ন (২ হাজার কোটির বেশি) ডলার, যা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মোট বাজারমূল্যের প্রায় সমান। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বর্তমান বাজারমূল্য ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার।

সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নেটফ্লিক্স তাদের অর্ধেকের বেশি বাজেট খরচ করে বিদেশে বানানো কনটেন্টে। এমনকি যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় দুটি শো ‘ব্রিজারটন’ আর ‘স্কুইড গেম’—দুটিই তৈরি হয়েছে বিদেশে। তাদের ৭০ শতাংশ দর্শকও যুক্তরাষ্ট্রের বাইরের।

ট্রাম্পের ঘোষণার আগে পর্যন্ত নেটফ্লিক্স ছিল সবচেয়ে নির্ভরযোগ্য শেয়ারগুলোর একটি। ব্যাঙ্ক অব আমেরিকা পর্যন্ত বলেছিল, ‘এই অনিশ্চয়তার মধ্যে নেটফ্লিক্স অন্তত একটু হলেও স্থিতিশীল।’ চলতি বছর এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর বেড়েছে ৩০ শতাংশ। যেখানে ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ার দর বেড়েছে মাত্র ২ শতাংশ এবং আমাজন, অ্যাপল আর গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার থেকে বিনিয়োগকারীরা লাভ করতে পারেননি, বরং বড় ধরনের লোকসান হয়েছে—আমাজনের শেয়ার দর কমেছে ১৩ শতাংশ, অ্যাপলের কমেছে ১৮ শতাংশ এবং অ্যালফাবেটের কমেছে ১৩ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত