বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়টা দারুণ কাটছে জয়া আহসানের। গত দুই মাসে দেশের হলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তিনটি সিনেমা। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ১৮ জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
মা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ডিয়ার মা। এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। সাড়ে ৩ মিনিটের ট্রেলারে দেখা গেল, সন্তান জন্মদানে অনাগ্রহী জয়ার চরিত্রটি একটি বাচ্চাকে দত্তক নেয়। নিজের সন্তানের মতোই আদর-স্নেহ দিয়ে বড় করে তোলে তাকে। তবে মেয়েটি মা হিসেবে মানতে চায় না জয়াকে। সে তার আসল মাকে খুঁজে পেতে চায়। এটা পছন্দ নয় জয়ার। একদিন মেয়ে স্কুলের উদ্দেশে বেরিয়ে আর বাড়ি ফেরে না। তাকে খুঁজতে পুলিশি তদন্ত শুরু হয়। বেরিয়ে আসতে থাকে নানা অজানা তথ্য।
গত বৃহস্পতিবার কলকাতায় ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন জয়া আহসান। ডিয়ার মা নিয়ে তিনি বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তাঁর সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি অনুধাবন করতে পারবে সবাই।’
রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই সিনেমার মূল থিম। জয়ার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অভিনেত্রীর উত্তর, ‘আমি তো বারবার প্রমাণ পেয়েছি, ভালোবাসার টান বেশি। আমাদের যে বন্ধুরা, যাদের সঙ্গে আমরা সারা জীবনের পথ চলি, তাদের সঙ্গে তো রক্তের কোনো টান নেই। এই বন্ধুরাই পাশে এসে দাঁড়ায়। আত্মীয়র চেয়েও তারা আস্থার জায়গা হয়ে ওঠে।’
প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে ডিয়ার মা সিনেমার ট্রেলার, প্রশংসিত হচ্ছেন জয়া আহসান। অনেকেই শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। এমনকি ফেসবুকে ট্রেলার শেয়ার করে অনিরুদ্ধ রায়চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও।
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, দুই বছর আগে নিজের জন্মদিন উপলক্ষে অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছ থেকে উপহার হিসেবে এই সিনেমার স্ক্রিপ্ট পেয়েছিলেন তিনি। জয়া বলেন, ‘আমি যেহেতু একজন অভিনেতা, সেহেতু সিনেমাকে ঘিরেই আমার সবকিছু। এর চেয়ে ভালো উপহার কোনো অভিনেতার জন্য আর কী হতে পারে—এটা আমার জন্মদিনে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার। এ ছাড়া সিনেমাটি রিলিজও হচ্ছে জুলাইয়ে আমার জন্মমাসে।’ ডিয়ার মা সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
সময়টা দারুণ কাটছে জয়া আহসানের। গত দুই মাসে দেশের হলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তিনটি সিনেমা। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ১৮ জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
মা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ডিয়ার মা। এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। সাড়ে ৩ মিনিটের ট্রেলারে দেখা গেল, সন্তান জন্মদানে অনাগ্রহী জয়ার চরিত্রটি একটি বাচ্চাকে দত্তক নেয়। নিজের সন্তানের মতোই আদর-স্নেহ দিয়ে বড় করে তোলে তাকে। তবে মেয়েটি মা হিসেবে মানতে চায় না জয়াকে। সে তার আসল মাকে খুঁজে পেতে চায়। এটা পছন্দ নয় জয়ার। একদিন মেয়ে স্কুলের উদ্দেশে বেরিয়ে আর বাড়ি ফেরে না। তাকে খুঁজতে পুলিশি তদন্ত শুরু হয়। বেরিয়ে আসতে থাকে নানা অজানা তথ্য।
গত বৃহস্পতিবার কলকাতায় ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন জয়া আহসান। ডিয়ার মা নিয়ে তিনি বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তাঁর সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি অনুধাবন করতে পারবে সবাই।’
রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই সিনেমার মূল থিম। জয়ার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অভিনেত্রীর উত্তর, ‘আমি তো বারবার প্রমাণ পেয়েছি, ভালোবাসার টান বেশি। আমাদের যে বন্ধুরা, যাদের সঙ্গে আমরা সারা জীবনের পথ চলি, তাদের সঙ্গে তো রক্তের কোনো টান নেই। এই বন্ধুরাই পাশে এসে দাঁড়ায়। আত্মীয়র চেয়েও তারা আস্থার জায়গা হয়ে ওঠে।’
প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে ডিয়ার মা সিনেমার ট্রেলার, প্রশংসিত হচ্ছেন জয়া আহসান। অনেকেই শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। এমনকি ফেসবুকে ট্রেলার শেয়ার করে অনিরুদ্ধ রায়চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও।
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, দুই বছর আগে নিজের জন্মদিন উপলক্ষে অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছ থেকে উপহার হিসেবে এই সিনেমার স্ক্রিপ্ট পেয়েছিলেন তিনি। জয়া বলেন, ‘আমি যেহেতু একজন অভিনেতা, সেহেতু সিনেমাকে ঘিরেই আমার সবকিছু। এর চেয়ে ভালো উপহার কোনো অভিনেতার জন্য আর কী হতে পারে—এটা আমার জন্মদিনে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার। এ ছাড়া সিনেমাটি রিলিজও হচ্ছে জুলাইয়ে আমার জন্মমাসে।’ ডিয়ার মা সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১১ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে