Ajker Patrika

নারী নির্মাতার হাতে স্বর্ণপাম

আপডেট : ২৯ মে ২০২৩, ১১: ১৭
নারী নির্মাতার হাতে স্বর্ণপাম

এই নিয়ে তিনবার! কান চলচ্চিত্র উৎসবের ৭৬ বছরের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে পাম দ’র বা স্বর্ণপাম জিতলেন কোনো নারী। স্বর্ণপাম এই উৎসবের সর্বোচ্চ পুরস্কার। এই গৌরবের অধিকারী হন নির্মাতারাই। শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে কান উৎসবের শেষ দিনে অভিনেত্রী জেন ফন্ডারের হাত থেকে এবারের সেরার পুরস্কারটি নিলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি এই পুরস্কার পেয়েছেন ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য। এর আগে ২০১৯ সালে একবার স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার হাতছাড়া হলেও এবার সোনালি পামের পাতাখচিত ট্রফি শক্ত হাতে উঁচিয়ে ধরলেন ত্রিয়েত।

সমাপনী আসরে জুরি প্রেসিডেন্ট রুবিন অস্টল্যান্ড যখন স্বর্ণপাম বিজয়ী হিসেবে ত্রিয়েতের নাম ঘোষণা করেন, তখন কানসৈকতে তৈরি হয় ভিন্ন আমেজ। রুবিনের এ ঘোষণার আগে জেন ফন্ডা বলেন, ‘সর্বশেষ আমি এই উৎসবে এসেছিলাম ১৯৬৩ সালে। এখানকার বেশির ভাগের তখন জন্মও হয়নি। তখন প্রতিযোগিতায় কোনো নারী নির্মাতার অংশগ্রহণ দেখা যেত না। তবে এখন আমরা অনেক এগিয়েছি। এবারই প্রথম কান উৎসবে সাতজন নারী নির্মাতার সিনেমা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেছে। এই পরিবর্তন নিঃসন্দেহে উদ্‌যাপনের বিষয়।’

কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে ১৯৯৩ সালে প্রথম স্বর্ণপাম জেতেন জেন ক্যাম্পিয়ন। ২৮ বছরের বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো ২০২১ সালে স্বর্ণপাম জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো, যিনি এ বছর বিচারক ছিলেন। এক বছরের ব্যবধানেই তৃতীয় নারী নির্মাতা হিসেবে বাজিমাত করলেন জাস্টিন ত্রিয়েত।

ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার কাহিনি তৈরি হয়েছে জার্মান লেখিকা সান্দ্রা, তার ফরাসি স্বামী স্যামুয়েল ও তাদের একমাত্র সন্তান ড্যানিয়েলকে ঘিরে। স্বামীর মৃত্যুর পর তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় সান্দ্রা। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালাতে থাকে সে। এ ঘটনার ভেতর দিয়ে আরও কিছু সত্য তুলে এনেছেন নির্মাতা।

কানে সেরা হলেন যাঁরা
স্বর্ণপাম: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, ফ্রান্স)
গ্র্যান্ড প্রিক্স: দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: ট্র্যান অ্যাং হুং (দ্য পত অ ফু, ভিয়েতনাম/ ফ্রান্স)
জুরি প্রাইজ: ফলেন লিভস (আকি কাউরিসমাকি, ফিনল্যান্ড)
সেরা চিত্রনাট্য: ইউজি সাকামাতো (মনস্টার, জাপান)
সেরা অভিনেতা: কোজি ইয়াকশো (পারফেক্ট ডেজ, জাপান)
সেরা অভিনেত্রী: মারভে দেজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস, তুরস্ক)
ক্যামেরা দ’র: ফাম থিয়েন আন (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত