Ajker Patrika

‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

আনজিমুল ইসলাম খান জিহাদ
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৯
‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

মুক্তিযুদ্ধের বীরগাথা নিয়ে তৈরি সিনেমা ‘ওরা ৭ জন’। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে খিজির হায়াত খান নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বীর মুক্তিযোদ্ধাদের। শারীরিক অসুস্থতার জন্য সবাই আসতে না পারলেও এসেছিলেন বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খানসহ সিনেমার অভিনেতা ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, জাকিয়া বারী মমসহ অনেকেই।

সিনেমায় জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। নাম অপর্ণা। অপর্ণার বাবা ভারতীয় নাগরিক। একদল মুক্তিযোদ্ধার ওপর দায়িত্ব পড়ে অর্পণাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার।

সিনেমা দেখা শেষে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীরপ্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ উপস্থিত দর্শকেরা। চোখের পানি ধরে রাখতে পারেননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকেই। নিজেকে সংবরণ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘মনে হলো যেন আবার যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। হৃদয় নাড়া দেওয়া মতো সিনেমা হয়েছে এটি। নির্মাতাসহ সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে আমি সাধুবাদ জানাই।’

নির্মাতা খিজির হায়াত বলেন, ‘রণাঙ্গনের যুদ্ধটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি সিনেমাটার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন নতুন প্রজন্মের দর্শকেরা।’

মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘দারুণ একটা সিনেমা হয়েছে। আন্তর্জাতিক ভাবে যেন সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা পৌঁছে যাবে সীমানা ছাড়িয়ে সবার কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত