মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে