মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘সাপলুডু’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আসছে রুনা অভিনীত সরকারি অনুদানের নতুন সিনেমা ‘একটি না বলা গল্প’। আগামী ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আজ শনিবার সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বজিৎ চৌধুরীর গল্পে ‘একটি না বলা গল্প’-এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পঙ্কজ পালিত। এ সিনেমায় রুনা খানকে আরিফা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আজকের পত্রিকাকে রুনা খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আরিফা ও মমিনুলের না বলা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প। সমান্তরালে দুটি সময়ের গল্প বলা হয়েছে, যার শুরু ’৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। পঙ্কজদার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এর আগে আমার অভিনীত সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে পেয়েছিলাম তাঁকে।’
‘একটি না বলা গল্প’ সিনেমার গল্পের কেন্দ্রে আছে চট্টগ্রামের একটি পরিবার। এতে মমিনুল চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তিনি আছেন একজন মুক্তিযোদ্ধা ও রুনা খানের স্বামী চরিত্রে। রওনক হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, ‘আমরা দুজন একই নাট্যদলের সদস্য, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। গুণী এই অভিনেতার অভিনয়ের ভক্ত আমি।’
‘একটি না বলা গল্প’ সিনেমার শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত আগস্টে চট্টগ্রামে হয়েছিল এর উদ্বোধনী প্রদর্শনী। রওনক হাসান ও রুনা খান ছাড়াও এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে