ঢাকা: আরও একবার নিজের পছন্দের অভিনেত্রীর ওপর ভরসা রাখলেন সঞ্জয় লীলা বানসালি। বলিউডের বিখ্যাত এ নির্মাতার আগামী সিনেমা ‘বৈজু বাওরা’। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছেন বানসালি। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বানসালির ওই প্রস্তাবে মত দিয়েছেন দীপিকা।
‘বৈজু বাওরা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সব ঠিকঠাক থাকলে তাঁদের সঙ্গে যোগ দেবেন দীপিকা। সিনেমায় দস্যু রানি রূপমতির চরিত্রে দেখা যাবে তাঁকে। রণবীর-আলিয়া জুটির পাশাপাশি ‘বৈজু বাওরা’র অন্যতম আকর্ষণ হতে চলেছেন দীপিকা।
এর আগেও একই প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। ১৯৫২ সালে তৈরি ‘বৈজু বাওরা’য় রূপমতির চরিত্র করেছিলেন অভিনেত্রী কুলদীপ কৌর। এবার তাঁর অভিনীত এ ঐতিহাসিক চরিত্রে হাজির হবেন দীপিকা। ডাকাত দলের নেত্রী রূপমতির আরেকটি পরিচয়ও আছে। একসময় বাইজি ছিল সে। ফলে নাচ ও গান এ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
‘বৈজু’, ‘আকবর’, ‘তানসেন’, ‘গৌরী’-র মতো বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে এ সিনেমায়। শোনা যাচ্ছে, বানসালির একটি টিম ইতিমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ডেট নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন।
সঞ্জয় লীলা বানসালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিংয়ে। করোনার ধাক্কায় অনেকদিন শুটিং বন্ধ থাকার পর দুদিন হলো আবার ক্যামেরা চালু হয়েছে। এ সিনেমার কাজ শেষ করে বানসালি হাত দেবেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘হীরা মাণ্ডি’তে।
‘হীরা মাণ্ডি’ বানসালির প্রথম ওয়েব সিরিজ। এটি শেষ করেই ‘বৈজু বাওরা’ শুরু করবেন নির্মাতা। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের মাঝামাঝি শুরু হতে পারে ‘বৈজু বাওরা’র শুটিং।
সিনেমাটি হবে আগাগোড়া ‘মিউজিক্যাল ড্রামা’। তাই একাধিক বিখ্যাত সুরকারদের সঙ্গে আলোচনায় বসবেন বানসালি। পুরো প্রক্রিয়া শেষ করে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে অভিনয়শিল্পীদের নাম।
ঢাকা: আরও একবার নিজের পছন্দের অভিনেত্রীর ওপর ভরসা রাখলেন সঞ্জয় লীলা বানসালি। বলিউডের বিখ্যাত এ নির্মাতার আগামী সিনেমা ‘বৈজু বাওরা’। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছেন বানসালি। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বানসালির ওই প্রস্তাবে মত দিয়েছেন দীপিকা।
‘বৈজু বাওরা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সব ঠিকঠাক থাকলে তাঁদের সঙ্গে যোগ দেবেন দীপিকা। সিনেমায় দস্যু রানি রূপমতির চরিত্রে দেখা যাবে তাঁকে। রণবীর-আলিয়া জুটির পাশাপাশি ‘বৈজু বাওরা’র অন্যতম আকর্ষণ হতে চলেছেন দীপিকা।
এর আগেও একই প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। ১৯৫২ সালে তৈরি ‘বৈজু বাওরা’য় রূপমতির চরিত্র করেছিলেন অভিনেত্রী কুলদীপ কৌর। এবার তাঁর অভিনীত এ ঐতিহাসিক চরিত্রে হাজির হবেন দীপিকা। ডাকাত দলের নেত্রী রূপমতির আরেকটি পরিচয়ও আছে। একসময় বাইজি ছিল সে। ফলে নাচ ও গান এ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
‘বৈজু’, ‘আকবর’, ‘তানসেন’, ‘গৌরী’-র মতো বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে এ সিনেমায়। শোনা যাচ্ছে, বানসালির একটি টিম ইতিমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ডেট নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন।
সঞ্জয় লীলা বানসালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিংয়ে। করোনার ধাক্কায় অনেকদিন শুটিং বন্ধ থাকার পর দুদিন হলো আবার ক্যামেরা চালু হয়েছে। এ সিনেমার কাজ শেষ করে বানসালি হাত দেবেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘হীরা মাণ্ডি’তে।
‘হীরা মাণ্ডি’ বানসালির প্রথম ওয়েব সিরিজ। এটি শেষ করেই ‘বৈজু বাওরা’ শুরু করবেন নির্মাতা। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের মাঝামাঝি শুরু হতে পারে ‘বৈজু বাওরা’র শুটিং।
সিনেমাটি হবে আগাগোড়া ‘মিউজিক্যাল ড্রামা’। তাই একাধিক বিখ্যাত সুরকারদের সঙ্গে আলোচনায় বসবেন বানসালি। পুরো প্রক্রিয়া শেষ করে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে অভিনয়শিল্পীদের নাম।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে