বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তাঁর বিপরীতে দেখা যাচ্ছে না—এমনটাই মন্তব্য শাকিবের।
শুক্রবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের আয়োজনে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডরদের নিয়ে দরদ সিনেমা উপভোগ করেন শাকিব খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূজা চেরি, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।
সিনেমার প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ব্যবসা নিয়েও সন্তষ্টির কথা জানিয়েছেন। এ সময় প্রশ্ন আসে, শাকিবের বিপরীতে কেন উপেক্ষিত দেশের নায়িকারা? এমন প্রশ্ন আসতে পারে, সেটা হয়তো আগেই বুঝেছিলেন নায়ক। তাই তো হকচকিয়ে না গিয়ে উল্টো বল ঠেলে দিলেন নায়িকাদের কোর্টে।
শাকিব বলেন, ‘দেশি নায়িকাদের সঙ্গে আমিই সুযোগ পাচ্ছি না। যখনই দেশের নায়িকাদের শিডিউলের কথা বলছি, সে সময় তারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আমি বছরে দু-একটা সিনেমা করি। আমার কাজগুলোতে প্রচুর সময় লাগে। স্টার হিরোইন যাঁরা আছেন, তাঁরা তো বছরে অনেক সিনেমা করেন। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক তারকার সঙ্গে কাজ করতে হয়।’
শাকিব আরও বলেন, ‘আমি উদগ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে। যত যাই হোক দেশের প্রতি, মানুষের প্রতি একটা আলাদা টান থাকে। যখন দেশি নায়িকাদের শিডিউল পাওয়া যাবে, তখন আবার তাদের সঙ্গে কাজ হবে। আশা করছি শিগগিরই তাদের শিডিউল পেয়ে যাব।’
শাকিব এখন ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। মুম্বাইয়ে প্রথম লটের শুটিং শেষ করে গত সপ্তাহে দেশে ফিরেছেন। এতে তাঁর নায়িকা টালিউডের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’য় দেখা গেছে এই জুটিকে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে