সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।
মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিতে মমর নায়িকা হিসেবে আছেন ইমন। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘আগামীকাল’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:
এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।
দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।
এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।
সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।
মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবিতে মমর নায়িকা হিসেবে আছেন ইমন। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘আগামীকাল’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:
এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।
দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।
এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।
অনুদানের সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে ‘রূহের কাফেলা’ সিনেমার কাজ? সিনেমার চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষের দিকে। লোকেশন বাছাই, অভিনয়শিল্পী নির্বাচনের কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব শুটিংয়ে যেতে চাই।
১৮ ঘণ্টা আগেআবারও হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইলেন আতিয়া আনিসা। গতকাল হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘তোর আদরে’ শিরোনামের নতুন গানটি। অমিতা কর্মকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। নতুন এই গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে...
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগেপুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
১ দিন আগে