Ajker Patrika

ডিসেম্বরে আসছে মমর ছবি ‘আগামীকাল’

ডিসেম্বরে আসছে মমর ছবি ‘আগামীকাল’

সিলেট সীমান্তে একমাসেরও বেশি সময় ধরে ‘ওরা সাত জন’ নামে একটি ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। খিজির হায়াত খান পরিচালিত এ ছবিতে মম অভিনয় করেছেন একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে। এখনো তিনি ‘ওরা সাত জন’-এর গল্পের ঘোরেই আছেন। এরমধ্যে এল তাঁর নতুন ছবি মুক্তির খবর।

মম অভিনীত ‘আগামীকাল’ মুক্তি পাবে আগামী মাসেই। ২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে মমকে। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’ বানিয়েছেন অঞ্জন আইচ। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি দেশব্যাপী প্রায় চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘আগামীকাল’ ছবির পোস্টারছবিতে মমর নায়িকা হিসেবে আছেন ইমন। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘আগামীকাল’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে।

দেখুন ‘আগামীকাল’ ছবির ট্রেলার:

এই ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র। ২ ঘন্টা ৮ মিনিটের এ ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ, ও অর্পণ কর্মকার।

দেশের প্রায় আটটি লোকেশনে ‘আগামীকাল’ ছবির শুটিং হয়েছে। ডাবিংয়ের কাজ হয়েছে রিপন নাথের সাউন্ড বক্স স্টুডিওতে।

এছাড়া ফলি সাউন্ড ও কালারসহ যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে কলকাতার টকিজ স্টুডিওতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত