Ajker Patrika

ভারতে লড়বে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’

ভারতে লড়বে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’

উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। ২০ নভেম্বর থেকে গোয়ায় বসছে উৎসবের ৫২তম আসর। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন পিকক’-এর জন্য লড়বে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

গতকাল শুক্রবার উৎসবে এ বছরের ছবিগুলোর নাম ঘোষণা করেছে আইএফএফআই। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের ৫২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের ১৫টি ছবি রয়েছে। যে ছবিগুলো উৎসবের সর্বোচ্চ পুরস্কারসহ অন্য পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার পরিচালিত প্রথম ছবি পায়ের তলায় মাটি নাই।

এ ছাড়া উৎসবের মূল পর্বে রয়েছে ফিনল্যান্ডের ‘অ্যানি ডে নাউ’, আমেরিকার ‘ল্যান্ড অব ড্রিমস’, পোল্যান্ডের ‘লিডার’, রাশিয়ার ‘মস্কো ডাজ নট হেপেন’, জাপানের ‘রিং ওয়ান্ডারিং’ ও ভারতের ৩টিসহ মোট ১৫টি ছবি।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির দৃশ্যআইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় পায়ের তলায় মাটি নাই ঠাঁই করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ফেস্টিভ্যাল এটি। বিশ্ববাজারে বাংলাদেশের নতুন ধরনের ছবির যে জোয়ার বইছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তারই প্রতিফল। এর আগে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছিল পায়ের তলায় মাটি নাই। এবার আইএফএফআইয়ের মূল প্রতিযোগিতায় আমেরিকান, রাশিয়ানসহ অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পেল। প্রতিযোগিতায় বিজয়ী হলে ৪০ লাখ রুপি পুরস্কার জিতবে ছবিটি।

ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্সের তাহরিমা খান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত