বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যার প্রায় ৭৭ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। ডব্লিউএইচও আত্মহত্যার হারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দশম স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি বছর অন্তত ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, আত্মহত্যা সমাধান নয় জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়।
কুষ্টিয়া ভেড়ামারা পরানখালী স্কুল মাঠে আত্মহত্যা-মাদক বাল্য বিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। অভিনেতা আহমেদ শরীফের কথায়, ‘মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত নতুন মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।’
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ আরও বলেন, ‘জীবনের সমস্যায় আত্মহত্যা কোন সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর তাকে ভালোবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দেবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন প্রমুখ।’
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস. এম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা ডিজিএম ডিগ্রি কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তরুণ উদ্যোক্তা আলিমুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যার প্রায় ৭৭ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। ডব্লিউএইচও আত্মহত্যার হারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দশম স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি বছর অন্তত ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, আত্মহত্যা সমাধান নয় জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়।
কুষ্টিয়া ভেড়ামারা পরানখালী স্কুল মাঠে আত্মহত্যা-মাদক বাল্য বিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। অভিনেতা আহমেদ শরীফের কথায়, ‘মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত নতুন মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।’
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ আরও বলেন, ‘জীবনের সমস্যায় আত্মহত্যা কোন সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর তাকে ভালোবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দেবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন প্রমুখ।’
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস. এম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা ডিজিএম ডিগ্রি কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তরুণ উদ্যোক্তা আলিমুল ইসলাম।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে