Ajker Patrika

বদিউল আলম খোকনের ছবিতে গাইলেন কিশোর

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৭
বদিউল আলম খোকনের ছবিতে গাইলেন কিশোর

জনপ্রিয় চিত্রপরিচালক বদিউল আলম খোকন। একাধিক ব্যবসাসফল ছবি পরিচালনা করেছেন। তিনি প্রথমবার ওয়েব সিরিজ বানাবেন। ওয়েব সিরিজের নাম ‘তুমি কতো আপন’। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে ওয়েব সিরিজটির ‘খেলা হবে’ শিরোনামের একটি গান রেকর্ড হলো।

এই গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। মুরাদ নূরের সুরে গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম।

এই গান প্রসঙ্গে কিশোর বলেন, ‘খোকন ভাই বড় ক্যানভাসের ছবি বানান। তার ‘‘আগুন’’ সিনেমায় একটি গান গেয়েছিলাম। কাছ থেকে দেখেছি, ভীষণ ভালো মনের মানুষ। তার টিমের একজন হতে পেরে ভালো লাগছে। এই সেতুবন্ধনের জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। কথা, সুর ও সংগীতের বেশ সমন্বয় ছিল। নাচের গানটি আমার মতো নিশ্চয়ই সবার ভালো লাগবে।’

গীতিকার লিমন আহমেদনকশী বলেন, ‘ভীষণ আনন্দ হচ্ছে। অসুস্থতার কারণে সবার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হতে পরিনি। এসব স্মৃতি মিস করলে নিজেকে অসহায় মনে হয়। খোকন ভাইয়ের টিমে থাকতে পারাটাই গর্বের। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘খোকন ভাই আমার পিতৃ সমতুল্য, একজন বন্ধুও। তাঁর মতো সফল একজন নির্মাতা আমার ওপর আস্থা রেখে আমাকে গর্বিত করেছেন। আইটেম ঘরানার গানটি লিমন ভালো লিখেছেন। শ্রুতিমধুর করে গেয়েছেন কিশোর ও নকশী। বিশ্বাস করছি, অনেকেরই ভালো লাগবে এই গান।’

লিমন আহমেদ বলেন, ‘সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা৷ দর্শক উপভোগ করলেই খুশি হব।’

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ করছি। 'তুমি কতো আপন'-এর গান রেকর্ডের কাজ শেষ করে শুটিংয়ে যাব। নায়ক-নায়িকাদের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। লিখিত চুক্তি হলেই প্রকাশ করব। আগে গানগুলো রেকর্ড করি।’

পরিচালক জানান, তার প্রথম ওয়েব ফিল্মে সময়ের সেরা তারকাদের দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত