বিনোদন প্রতিবেদক
এবার মেয়ের মা হলেন পরীমণি। মেয়ের বয়স ছয় দিন। তাকে দত্তক নিয়েছেন পরী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
পরীমণি জানিয়েছেন, বিধি মোতাবেক মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’
মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরী লিখেছেন, ‘ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো...আর কিছুদিন যাক।’
পরী জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। উটকো যত ঝামেলা ঝেড়ে ফেলে নতুন করে কাজে ব্যস্ত হতে চান। পরী লিখেছেন, ‘ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য।
এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। …. সবকিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’
পরী এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।
এবার মেয়ের মা হলেন পরীমণি। মেয়ের বয়স ছয় দিন। তাকে দত্তক নিয়েছেন পরী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
পরীমণি জানিয়েছেন, বিধি মোতাবেক মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’
মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরী লিখেছেন, ‘ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো...আর কিছুদিন যাক।’
পরী জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। উটকো যত ঝামেলা ঝেড়ে ফেলে নতুন করে কাজে ব্যস্ত হতে চান। পরী লিখেছেন, ‘ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য।
এখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। …. সবকিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’
পরী এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১৫ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১৫ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১৫ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১৫ ঘণ্টা আগে