Ajker Patrika

মেয়ের মা হলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৯ মে ২০২৪, ২২: ৫৯
মেয়ের মা হলেন পরীমণি

এবার মেয়ের মা হলেন পরীমণি। মেয়ের বয়স ছয় দিন। তাকে দত্তক নিয়েছেন পরী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে পরীমণি লিখেছেন, ‘আমার মেয়ে এল ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’ 

পরীমণি জানিয়েছেন, বিধি মোতাবেক মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তা মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’ 

মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরী লিখেছেন, ‘ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো...আর কিছুদিন যাক।’ 

পরী জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি। উটকো যত ঝামেলা ঝেড়ে ফেলে নতুন করে কাজে ব্যস্ত হতে চান। পরী লিখেছেন, ‘ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য।

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীতএখন আরও বেশি করে কাজে মন দেব। এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। …. সবকিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’ 

পরী এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত