মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক
কানাডা ও আমেরিকায় শেষ হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির প্রদর্শনী। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে ফিরল বাংলাদেশের সিনেমা, ফিরল বাংলাদেশের সিনেমার দর্শক। কোনো সন্দেহ ছাড়াই আমি বলতে পারি, সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় সবচেয়ে সুনির্মিত আধুনিক প্রেমের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। প্রেম বা ভালোবাসার সম্পর্ক কোনো কাচের যুগের বিষয় নয় যে ইচ্ছেমতো ভেঙে গেল বা ফেললাম। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটির মূল বিষয় এটিই। অয়ন আর নীরা তাদের নিঃশ্বাসের বিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করে, তাদের দুজনের অর্ধেকটা দম মিলেমিশে এক হয়ে যাবে। তাই এর মাঝে একজন যখন আর একসঙ্গে নিঃশ্বাস নেয় না, অর্ধেকটা দম নিয়ে দিনের পর দিন আরেকজনের অস্বস্তিকর যন্ত্রণা হয়, জন্ম নেয় সঙ্গীকে ফিরে পাওয়ার ব্যাকুল অস্থিরতা,
‘অর্ধেকটা দম নিয়ে আমি
দিনের পর দিন বসে থাকি,
বাকিটা একসাথে নেব বলে’
কানাডা ও আমেরিকায় ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মুক্তি বেশ কিছু অসাধারণ ও অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে। এ সিনেমা এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল রিলিজ পাওয়া বাংলাদেশি সিনেমা। নিউইয়র্কের টাইমস স্কয়ারের ফ্ল্যাগশিপ কোনো সিনেমা থিয়েটারে মুক্তি পাওয়া প্রথম কোনো বাংলাদেশি সিনেমা। উত্তর আমেরিকার দর্শকদের সবচেয়ে উচ্ছ্বসিত প্রশংসা পাওয়া বাংলাদেশি সিনেমা।
উত্তর আমেরিকায় মাত্র দেড় মাস হলো সিনেমা থিয়েটারগুলো পূর্ণ ক্যাপাসিটিতে রান করছে। বড় বড় ইন্ডাস্ট্রির সব সিনেমাও নিয়মিতভাবে মাত্র মুক্তি পেতে শুরু করেছে। সব শ্রেণির দর্শক এখনো প্রেক্ষাগৃহে ফেরেনি। মাস্ক পরে দীর্ঘ লাইন ধরে ভ্যাক্সিনেশন প্রুফ দেখিয়ে হলে ঢোকাটাও অনেকের কাছে আরামদায়ক নয়। এর মধ্যেও 'ঊনপঞ্চাশ বাতাস' দেখতে বেশ ভালো পরিমাণ দর্শক সিনেমাহলগুলোতে গেছে এবং আমি যত দূর জানি, তাতে ঘোষণা দিয়ে বলতে পারি, প্রত্যেক দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছে। শুধু মুগ্ধই হয়নি, তাদের কাছের মানুষদের সিনেমাটি দেখার জন্য রীতিমতো ইনসিস্ট করেছে। কয়েকজন তো এতই অভিভূত হয়েছে, সিনেমা দেখা শেষে নিজেরা তাদের প্রতিক্রিয়া শ্যুট করে ফেলেছে। আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের—এর মধ্যে আমাদের সবার প্রিয় কবি আসাদ চৌধুরীও ছিলেন। স্বপ্ন স্কেয়ারক্রো'র কোনো কোনো সিনেমা টানা চার সপ্তাহও চলেছে এখানে, কিন্তু এমন উচ্ছ্বসিত দর্শক প্রতিক্রিয়া পায়নি আর কোনো সিনেমা এখন পর্যন্ত।
মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, এত সুন্দর একটি সিনেমা তিনি বানিয়েছেন। এখন অপেক্ষা তাঁর পরের সিনেমার জন্য। ব্যক্তিগতভাবে আমি চাইব সেটি ২০২২-এই চলে আসুক। বাংলাদেশ, উত্তর আমেরিকা আর ইউরোপে একসঙ্গে মুক্তি পেয়ে আরও বড় কিছু ঘটাক সেই সিনেমা।
মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক
বাংলাদেশি ছবির বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট
কানাডা ও আমেরিকায় শেষ হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির প্রদর্শনী। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে ফিরল বাংলাদেশের সিনেমা, ফিরল বাংলাদেশের সিনেমার দর্শক। কোনো সন্দেহ ছাড়াই আমি বলতে পারি, সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় সবচেয়ে সুনির্মিত আধুনিক প্রেমের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। প্রেম বা ভালোবাসার সম্পর্ক কোনো কাচের যুগের বিষয় নয় যে ইচ্ছেমতো ভেঙে গেল বা ফেললাম। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটির মূল বিষয় এটিই। অয়ন আর নীরা তাদের নিঃশ্বাসের বিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করে, তাদের দুজনের অর্ধেকটা দম মিলেমিশে এক হয়ে যাবে। তাই এর মাঝে একজন যখন আর একসঙ্গে নিঃশ্বাস নেয় না, অর্ধেকটা দম নিয়ে দিনের পর দিন আরেকজনের অস্বস্তিকর যন্ত্রণা হয়, জন্ম নেয় সঙ্গীকে ফিরে পাওয়ার ব্যাকুল অস্থিরতা,
‘অর্ধেকটা দম নিয়ে আমি
দিনের পর দিন বসে থাকি,
বাকিটা একসাথে নেব বলে’
কানাডা ও আমেরিকায় ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মুক্তি বেশ কিছু অসাধারণ ও অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে। এ সিনেমা এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল রিলিজ পাওয়া বাংলাদেশি সিনেমা। নিউইয়র্কের টাইমস স্কয়ারের ফ্ল্যাগশিপ কোনো সিনেমা থিয়েটারে মুক্তি পাওয়া প্রথম কোনো বাংলাদেশি সিনেমা। উত্তর আমেরিকার দর্শকদের সবচেয়ে উচ্ছ্বসিত প্রশংসা পাওয়া বাংলাদেশি সিনেমা।
উত্তর আমেরিকায় মাত্র দেড় মাস হলো সিনেমা থিয়েটারগুলো পূর্ণ ক্যাপাসিটিতে রান করছে। বড় বড় ইন্ডাস্ট্রির সব সিনেমাও নিয়মিতভাবে মাত্র মুক্তি পেতে শুরু করেছে। সব শ্রেণির দর্শক এখনো প্রেক্ষাগৃহে ফেরেনি। মাস্ক পরে দীর্ঘ লাইন ধরে ভ্যাক্সিনেশন প্রুফ দেখিয়ে হলে ঢোকাটাও অনেকের কাছে আরামদায়ক নয়। এর মধ্যেও 'ঊনপঞ্চাশ বাতাস' দেখতে বেশ ভালো পরিমাণ দর্শক সিনেমাহলগুলোতে গেছে এবং আমি যত দূর জানি, তাতে ঘোষণা দিয়ে বলতে পারি, প্রত্যেক দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছে। শুধু মুগ্ধই হয়নি, তাদের কাছের মানুষদের সিনেমাটি দেখার জন্য রীতিমতো ইনসিস্ট করেছে। কয়েকজন তো এতই অভিভূত হয়েছে, সিনেমা দেখা শেষে নিজেরা তাদের প্রতিক্রিয়া শ্যুট করে ফেলেছে। আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের—এর মধ্যে আমাদের সবার প্রিয় কবি আসাদ চৌধুরীও ছিলেন। স্বপ্ন স্কেয়ারক্রো'র কোনো কোনো সিনেমা টানা চার সপ্তাহও চলেছে এখানে, কিন্তু এমন উচ্ছ্বসিত দর্শক প্রতিক্রিয়া পায়নি আর কোনো সিনেমা এখন পর্যন্ত।
মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, এত সুন্দর একটি সিনেমা তিনি বানিয়েছেন। এখন অপেক্ষা তাঁর পরের সিনেমার জন্য। ব্যক্তিগতভাবে আমি চাইব সেটি ২০২২-এই চলে আসুক। বাংলাদেশ, উত্তর আমেরিকা আর ইউরোপে একসঙ্গে মুক্তি পেয়ে আরও বড় কিছু ঘটাক সেই সিনেমা।
মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক
বাংলাদেশি ছবির বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট
নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৭ মিনিট আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১১ ঘণ্টা আগে