বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক গল্পে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ। এ ছাড়া সীতা হয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে আর হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সংগীত করেছেন দুই অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রাহমান। হলিউডের কয়েকটি নামী স্টুডিওকে যুক্ত করা হয়েছে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে।
সম্প্রতি রামায়ণের তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। তাতে সিনেমাটির প্রেক্ষাপট থেকে শুরু করে প্রত্যেক চরিত্রের পরিচিতি দেওয়া হয়েছে। প্রথম ঝলকে অবশ্য রণবীর-ইয়াশকে দেখা গেলেও বাকি অভিনেতাদের পাওয়া যায়নি। ভিডিওতে গ্রাফিকস ও দুই চরিত্রের লুক চোখ ধাঁধিয়ে দিয়েছে দর্শকদের। বাড়িয়ে দিয়েছে অপেক্ষার উত্তেজনা।
রামায়ণ সিনেমাটি নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। রামায়ণের প্রযোজক নমিত মালহোত্রার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছে ৯০০ কোটি রুপি, দ্বিতীয় ভাগের বাজেট ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, এ সিনেমার মাধ্যমে মহাকাব্যিক এই গল্প সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা নির্মাতাদের।
রামায়ণ সিনেমার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ত্যাগ করেছেন মদ্যপান, এমনকি মাংস খাওয়াও। ‘অ্যানিমেল’-এর মতো উগ্র পুরুষত্বের সিনেমা করার পর রামের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে বিতর্ক উঠেছিল। তবে এ চরিত্রে রণবীরের লুক দেখার পর সব বিতর্ক উবে গেছে। ভারতীয় সিনেমার বক্স অফিসে রামায়ণ যে নতুন ইতিহাস রচনা করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক গল্পে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ। এ ছাড়া সীতা হয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে আর হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সংগীত করেছেন দুই অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রাহমান। হলিউডের কয়েকটি নামী স্টুডিওকে যুক্ত করা হয়েছে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে।
সম্প্রতি রামায়ণের তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। তাতে সিনেমাটির প্রেক্ষাপট থেকে শুরু করে প্রত্যেক চরিত্রের পরিচিতি দেওয়া হয়েছে। প্রথম ঝলকে অবশ্য রণবীর-ইয়াশকে দেখা গেলেও বাকি অভিনেতাদের পাওয়া যায়নি। ভিডিওতে গ্রাফিকস ও দুই চরিত্রের লুক চোখ ধাঁধিয়ে দিয়েছে দর্শকদের। বাড়িয়ে দিয়েছে অপেক্ষার উত্তেজনা।
রামায়ণ সিনেমাটি নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। রামায়ণের প্রযোজক নমিত মালহোত্রার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছে ৯০০ কোটি রুপি, দ্বিতীয় ভাগের বাজেট ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, এ সিনেমার মাধ্যমে মহাকাব্যিক এই গল্প সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা নির্মাতাদের।
রামায়ণ সিনেমার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ত্যাগ করেছেন মদ্যপান, এমনকি মাংস খাওয়াও। ‘অ্যানিমেল’-এর মতো উগ্র পুরুষত্বের সিনেমা করার পর রামের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে বিতর্ক উঠেছিল। তবে এ চরিত্রে রণবীরের লুক দেখার পর সব বিতর্ক উবে গেছে। ভারতীয় সিনেমার বক্স অফিসে রামায়ণ যে নতুন ইতিহাস রচনা করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
১ ঘণ্টা আগেএক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগেগীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর। প্রথম গানেই পরিচিতি পান তিনি। এর পর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর লেখা ‘কথা কইয়ো না’। ইউটিউবে এখন পর্যন্ত ৯৩ মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি।
১ ঘণ্টা আগে২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
১ ঘণ্টা আগে