বিনোদন প্রতিবেদক
ঢাকা: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের ওই সিনেমা বানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। এ বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। এতদিন বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। কিন্তু সে সুযোগ ছিল না। এবার মিলবে মোশাররফের ‘ডিকশনারি’ দেখার সুযোগ।
কারন সিনেমাটি দেখা যাবে টিভির পর্দায়। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জি বাংলায় হবে ‘ডিকশনারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। এতে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরকান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
যার শিক্ষাগত যোগ্যতা অত বেশি নয়। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষার প্রতি মকরের বিশেষ দুর্বলতা আছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে অতটা গৌরবের চোখে দেখে না মকর। তাঁর মনে হয়, ভালো ইংরেজি জানা ছাড়া এ সময়ে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন। ‘ডিকশনারি’ সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। আরো আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহান ও মধুরিমা বসাক।
সিনেমাটির সংলাপ-চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে।
দেখুন মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’র ট্রেলার:
‘ডিকশনারি’র সাফল্যের পর কলকাতার আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘হুব্বা’। সেটিও বানাবেন ব্রাত্য বসু। ভারতের হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমাটি। মূল চরিত্র হুব্বা শ্যামল হয়েই পর্দায় থাকবেন মোশাররফ।
নব্বইয়ের দশকের শেষ দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের আবির্ভাব। তখন হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল হুব্বা শ্যামল। খুন, অপহরণ, মাদক পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিল একবার।
তাঁর ভয়াবহতার গল্পই উঠে আসবে ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায়। এর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে হাজির হবে মোশাররফ করিম।
ঢাকা: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের ওই সিনেমা বানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। এ বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। এতদিন বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। কিন্তু সে সুযোগ ছিল না। এবার মিলবে মোশাররফের ‘ডিকশনারি’ দেখার সুযোগ।
কারন সিনেমাটি দেখা যাবে টিভির পর্দায়। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জি বাংলায় হবে ‘ডিকশনারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। এতে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরকান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
যার শিক্ষাগত যোগ্যতা অত বেশি নয়। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষার প্রতি মকরের বিশেষ দুর্বলতা আছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে অতটা গৌরবের চোখে দেখে না মকর। তাঁর মনে হয়, ভালো ইংরেজি জানা ছাড়া এ সময়ে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন। ‘ডিকশনারি’ সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। আরো আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহান ও মধুরিমা বসাক।
সিনেমাটির সংলাপ-চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে।
দেখুন মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’র ট্রেলার:
‘ডিকশনারি’র সাফল্যের পর কলকাতার আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘হুব্বা’। সেটিও বানাবেন ব্রাত্য বসু। ভারতের হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমাটি। মূল চরিত্র হুব্বা শ্যামল হয়েই পর্দায় থাকবেন মোশাররফ।
নব্বইয়ের দশকের শেষ দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের আবির্ভাব। তখন হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল হুব্বা শ্যামল। খুন, অপহরণ, মাদক পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিল একবার।
তাঁর ভয়াবহতার গল্পই উঠে আসবে ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায়। এর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে হাজির হবে মোশাররফ করিম।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১ দিন আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১ দিন আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১ দিন আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১ দিন আগে