‘সংশপ্তক’ নাটকে হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেশজুড়ে `হুরমতি বু' নামেই পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। মঞ্চ-টেলিভিশন ফেরদৌসী মজুমদারের অভিনয়ে মুখর হয়েছে নানা সময়ে। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। ‘ইচ্ছে নাটাই’ শিরোনামের এই তথ্যচিত্র তৈরি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়। নির্মাণ করছেন আবীর শ্রেষ্ঠ।
এরই মধ্যে তথ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে ঢাকার সেন্ট্রাল রোডে ফেরদৌসী মজুমদারের বাড়ি ‘মাতৃছায়া’সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে।
ফেরদৌসী মজুমদারের ছোটবেলার গল্প দিয়েই শুরু হবে তথ্যচিত্রটি। বিভিন্ন প্রসঙ্গে ফেরদৌসী মজুমদারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মেয়ে ত্রপা মজুমদারসহ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, নাট্যজন লিয়াকত আলী লাকী, কেরামত মওলা ও নির্মাতা নার্গিস আক্তার।
নির্মাতা জানিয়েছেন, ফেরদৌসী মজুমদারের টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার—কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘আবীর শ্রেষ্ঠ অত্যন্ত পরিশ্রমী। খুব যত্ন নিয়ে কাজটি করছে। আমি ওর কাজে সন্তুষ্ট। আমার ওপর অনেক পড়াশোনা করে কাজটি করছে।’
ফেরদৌসী মজুমদারের বাড়িতে প্রচুর গাছ রয়েছে। অবসরে সেসব গাছের সঙ্গে একা একা কথা বলেন তিনি। তথ্যচিত্রে রয়েছে সেই দৃশ্য। রয়েছে তাঁর প্রিয় বইয়ের ঘরটি। এই ঘরে কয়েক হাজার বই রয়েছে। সুযোগ পেলেই ওই ঘরে সময় কাটান, বই পড়েন। নির্মাতা সেই ঘরটিও এনেছেন তাঁর তথ্যচিত্রে।
নানা কারণেই দীর্ঘদিন অভিনয়ে দেখা মেলেনি ফেরদৌসী মজুমদারকে। তিনি জানান, টিভি নাটকের চেয়ে মঞ্চ নাটকই বেশি টানে তাঁকে। ৫০ বছরেরও বেশি সময় অভিনয় করেছেন মঞ্চে। আগামী ১ অক্টোবর আবারও ফিরছেন থিয়েটারের আলোচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নিয়ে।
‘মনে পড়ে’, ‘অভিনয়জীবন আমার’, ‘যা ইচ্ছা তাই’ নামে ফেরদৌসী মজুমদারের লেখা তিনটি বইও প্রকাশিত হয়েছে।
‘সংশপ্তক’ নাটকে হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেশজুড়ে `হুরমতি বু' নামেই পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। মঞ্চ-টেলিভিশন ফেরদৌসী মজুমদারের অভিনয়ে মুখর হয়েছে নানা সময়ে। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। ‘ইচ্ছে নাটাই’ শিরোনামের এই তথ্যচিত্র তৈরি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়। নির্মাণ করছেন আবীর শ্রেষ্ঠ।
এরই মধ্যে তথ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে ঢাকার সেন্ট্রাল রোডে ফেরদৌসী মজুমদারের বাড়ি ‘মাতৃছায়া’সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে।
ফেরদৌসী মজুমদারের ছোটবেলার গল্প দিয়েই শুরু হবে তথ্যচিত্রটি। বিভিন্ন প্রসঙ্গে ফেরদৌসী মজুমদারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তাঁর স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মেয়ে ত্রপা মজুমদারসহ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, নাট্যজন লিয়াকত আলী লাকী, কেরামত মওলা ও নির্মাতা নার্গিস আক্তার।
নির্মাতা জানিয়েছেন, ফেরদৌসী মজুমদারের টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার—কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘আবীর শ্রেষ্ঠ অত্যন্ত পরিশ্রমী। খুব যত্ন নিয়ে কাজটি করছে। আমি ওর কাজে সন্তুষ্ট। আমার ওপর অনেক পড়াশোনা করে কাজটি করছে।’
ফেরদৌসী মজুমদারের বাড়িতে প্রচুর গাছ রয়েছে। অবসরে সেসব গাছের সঙ্গে একা একা কথা বলেন তিনি। তথ্যচিত্রে রয়েছে সেই দৃশ্য। রয়েছে তাঁর প্রিয় বইয়ের ঘরটি। এই ঘরে কয়েক হাজার বই রয়েছে। সুযোগ পেলেই ওই ঘরে সময় কাটান, বই পড়েন। নির্মাতা সেই ঘরটিও এনেছেন তাঁর তথ্যচিত্রে।
নানা কারণেই দীর্ঘদিন অভিনয়ে দেখা মেলেনি ফেরদৌসী মজুমদারকে। তিনি জানান, টিভি নাটকের চেয়ে মঞ্চ নাটকই বেশি টানে তাঁকে। ৫০ বছরেরও বেশি সময় অভিনয় করেছেন মঞ্চে। আগামী ১ অক্টোবর আবারও ফিরছেন থিয়েটারের আলোচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নিয়ে।
‘মনে পড়ে’, ‘অভিনয়জীবন আমার’, ‘যা ইচ্ছা তাই’ নামে ফেরদৌসী মজুমদারের লেখা তিনটি বইও প্রকাশিত হয়েছে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৯ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৪১ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে