১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালটা ছিল বিষাদে মাখা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর খবর থমকে দিয়েছিল পুরো দেশকে। নায়ক চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবু রয়ে গেছে তাঁর জনপ্রিয়তা। তাঁর মৃত্যু আজও ভক্তদের মনে বিষাদ ছড়ায়, আজও তাঁরা জানতে চান, নায়কের সেই প্রস্থান কি আসলেই ছিল আত্মহত্যা? নাকি পরিকল্পিত খুন?
আজ সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে নায়কের মৃত্যুরহস্য জানতে ক্যামেরা নিয়ে নানাজনের কাছে গিয়েছে বৈশাখী টিভির একটি দল। তৈরি হয়েছে চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। প্রচার হবে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারাবর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম, সমন্বয়ক দুলাল খান।
এ বিষয়ে টিপু আলম বলেন, ‘অনুসন্ধানে এসেছে অনেক কিছুই। এর অনেক ঘটনাই আমাদের জানা, আবার অনেক ঘটনা অজানা। সালমান শাহর সময়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, আবার এই প্রজন্মের কেউ কেউ জানিয়েছেন তাঁদের অনুভূতি। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।’
তথ্যচিত্রটিতে কথা বলেছেন সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনেতা ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, বাড়ির মালি জাকির, ঘটনার প্রত্যক্ষদর্শী ডলি বেগম ও সালমান শাহর মামলার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালটা ছিল বিষাদে মাখা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর খবর থমকে দিয়েছিল পুরো দেশকে। নায়ক চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবু রয়ে গেছে তাঁর জনপ্রিয়তা। তাঁর মৃত্যু আজও ভক্তদের মনে বিষাদ ছড়ায়, আজও তাঁরা জানতে চান, নায়কের সেই প্রস্থান কি আসলেই ছিল আত্মহত্যা? নাকি পরিকল্পিত খুন?
আজ সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে নায়কের মৃত্যুরহস্য জানতে ক্যামেরা নিয়ে নানাজনের কাছে গিয়েছে বৈশাখী টিভির একটি দল। তৈরি হয়েছে চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। প্রচার হবে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারাবর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম, সমন্বয়ক দুলাল খান।
এ বিষয়ে টিপু আলম বলেন, ‘অনুসন্ধানে এসেছে অনেক কিছুই। এর অনেক ঘটনাই আমাদের জানা, আবার অনেক ঘটনা অজানা। সালমান শাহর সময়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, আবার এই প্রজন্মের কেউ কেউ জানিয়েছেন তাঁদের অনুভূতি। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।’
তথ্যচিত্রটিতে কথা বলেছেন সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনেতা ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, বাড়ির মালি জাকির, ঘটনার প্রত্যক্ষদর্শী ডলি বেগম ও সালমান শাহর মামলার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে