Ajker Patrika

পপির মা হওয়ার গুঞ্জন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭: ৩৪
পপির মা হওয়ার গুঞ্জন

অনেকদিন ধরেই আড়ালে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তাঁকে পাওয়া যাচ্ছে না কোথাও। দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফোন নাম্বারটি বন্ধ। এদিকে চলচ্চিত্রপাড়ায় দু-দিন ধরে জোর গুঞ্জন, মা হয়েছেন তিনি। একাধিক সূত্র জানাচ্ছে, ইউনাইটেড হাসপাতালে ২৮ অক্টোবর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।

তাঁর সন্তান জন্ম দেওয়ার তারিখ ছিল ৫ নভেম্বর। কিন্তু নির্দিষ্ট তারিখের এক সপ্তাহ আগেই সিজার করতে হয়েছে। তবে সুখবরটি জানতে পপির ফোন নাম্বারে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁর মা-বাবাও জানেন না পপি মা হয়েছেন কি না!

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শাজেদুর রহমান শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কাগজপত্র দেখেছি। সেখানে পপি নামের কাউকে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নেই। এখনি সঠিকভাবে বলা সম্ভব হবে না।’

সাদিকা পারভীন পপিতবে এফডিসি সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, পপির মা হওয়ার খবরটি সঠিক।

সাদিকা পারভীন পপিআত্মগোপনে যাওয়ার আগে পপি সর্বশেষ কাজ করেছেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায়। এর সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। তবে পপিকে বাদ দিয়েই ছবিটির বাকি অংশ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রাজু আলীম।

সাদিকা পারভীন পপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত