Ajker Patrika

মারা গেছেন অভিনেতা মাসুদ আলী খান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯: ৫০
মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত
মাসুদ আলী খান। ছবি: সংগৃহীত

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী, প্রবীণ নাট্যসংগঠক অভিনেতা মাসুদ আলী খান। আজ বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মাসুদ আলী খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন অভিনয়ও করতে পারছিলেন না। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না তিনি। হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাই বেশির ভাগ সময় ঘরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। অভিনেতার মৃত্য সংবাদটি নিশ্চিত করেছেন রবিন মণ্ডল। তিনিই অভিনেতার দেখাশোনা করতেন। মৃত্যুর সময় অভিনেতার পাশে ছিলেন তাঁর মেয়ে ও জামাতা।

১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’ ও ‘মাটির ময়না’। তাঁর অভিনীত আলোচিত কয়েকটি নাটক ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত